শনিবার, সেপ্টেম্বর ২১, ২০১৩
গড়াই স্টুডেন্ট ফোরামের আয়োজনে তৃণমূল পর্যায়ে মানবাধীকার রক্ষায় সুশিল সমাজের সাথে মতবিনিময় সভা
ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

লদাগের যাত্রী ছাউনী সংলগ্ন স্থানে। জানা গেছে, নিহত আনারুল ও তার বন্ধু সুমন আলী ঈশরদ¦ী থেকে মোটরসাইকেল যোগে ভেড়ামারা যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছালে আনারুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটায়। এতে তারা ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যায়। এ সময় তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসার এক পর্যায়ে বিকেলে সাড়ে ৫ টার দিকে সে মারা যান।
জাহিদের দাদীর দাফন সম্পন্ন
মাদ্রাসা মাঠে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্ববাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাড. গোলাম মহম্মাদ, সাধারণ সম্পাদক এ্যাড.কুতুবুল আলম নতুন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, কুমারখালী থানা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার মোস্তফিজুর রহমান তুহিন, ইবি জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সাবেক সভাপতি কেএম আব্দুস সালাম, জেলা জাসাস সভাপতি ইমরান আহমেদ সন্জু, থানা যুবদলের সভাপতি আল কামাল মোস্তফা, সাধারণ সম্পাদক কেএম সিরাজুল আলম রিপন, থানা সেচ্ছাসেবকদলের সভাপতি নুরুল ইসলাম আসাদ, যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম উজ্জল, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহীন মিয়া সেলিম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, বিএনপি নেতা জাহান আলী,
১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠিত
কুষ্টিয়া পৌরসভার অর্ন্তগত ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে এক সভা স্থানীয় রেনউইক মোড়ে গত ১৩ই সেপ্টেম্বর কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে বিশ্বাস বাবু, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড. শামিম উল হাসান অপু, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান কুমার, সাধারন সম্পাদক আলী আফসার মল্লিক পিন্টু, আতাহার হোসেন তারা, দুলাল মোল্লা, রাকিবুল ইসলাম বাপ্পি, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন, জহুরুল ইসলাম টিটু, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমীর বাদশা, ১ম যুগ্ম আহবায়ক আরিফ আল হাসান সঞ্জু। সভায় সর্বসম্মতিক্রমে ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে এবং চলমান আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য রফিকুল ইসলাম রফিককে সভাপতি, সিরাজুল ইসলাম বাচ্চুকে সিনিয়র সহ-সভাপতি, ফজলে করিম সেতু ও জিয়াউর রহমান সুজনকে সহ-সভাপতি, শরীফ সাদেক সবুজকে সাধারন সম্পাদক, শাহীন শেখ, দেবোত্তম বিশ্বাস ও আশরাফুল ইসলাম আশাকে যুগ্ম সম্পাদক এবং আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৮১ সদস্য বিশিষ্ট ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
বর্ষা ওভার সীড এন্ড হজ্জ্ব এজেন্ট’র হজ্জ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বর্ষা ওভার সীড এন্ড হজ্জ্ব এজেন্ট শুভ উদ্বোধন ও হজ্জ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া পৌরসভার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জুলফিকার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজের প্রফেসর ড. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বর্ষা ওভার সীড এন্ড হজ্জ্ব এজেন্টে প্রোপাইটর আলহাজ্ব বোরহানুল ইসলাম, আফসার উদ্দিন মহিলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হজ্ব কাফেলা প্রশিক্ষক আব্দুল করিম, বাংলাদেশের শ্রেষ্ট ইমাম ফয়জুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ মিনহাজুল মনির।
দৌলতপুরে আ‘লীগ নেতাকে চাঁদা না দেওয়ায় ইউপি সদস্য গ্রেফতার
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আওয়ামীলীগ নেতাদের চাঁদা না দেয়ায় মিথ্যা অভিযোগে এক ইউপি সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।মথুরাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য নাসিম উদ্দিন ঝন্টু ও তার পরিবার অভিযোগে জানায়, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাড়– হাজী ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক রেজাউল মাষ্টার ও কাবের উদ্দিন বিভিন্ন অযুহাতে নাসিম উদ্দিন ঝন্টু‘র কাছ থেকে চাঁদা দাবী করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় ঐ আওয়ামীলীগ নেতারা দৌলতপুর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করলে কোন তদন্ত ছাড়াই ইউপি সদস্য নাসিম উদ্দিন ঝন্টু কে শুক্রবার দুপুরে দৌলতপুর থানার এস আই মহসীন গ্রেফতার করে। কি কারনে ইউপি সদস্যকে গ্রেফতার করা হলো এস আই মহসীন তাৎক্ষনিক কোন কারণ জানাতে পারেনি। দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি অবগত নয় বলে জানান। কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সিএ হালিম জানান, কিছু পুলিশ সদস্যের (এস আই মহসীন কে উদ্দেশ্য করে) খাম খেয়ালীর কারনে পুলিশের ভাবমুর্তি খুন্ন হচ্ছে। এলাকাবাসী জানায়, এস আই মহসীন ২০০৩ সালে দৌলতপুর থানায় থাকা কালীন বিভিন্ন অপকর্মের ফলে পুলিশ বিভাগ তাকে বরখাস্ত করেছিল।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাতাসে উড়ছে নিয়োগ বানিজ্যের টাকা
ক্যাম্পাস অচলের আশংকা
বিশেষ প্রতিনিধি, ইবি : বসন্তের ঝরা পাতার ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাতাসে উড়ছে নিয়োগ বাণিজ্যের টাকা। বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিন্ডিকেট সভার নিয়োগকে উপলক্ষ্য করে প্রশাসনের কর্তাব্যক্তিরা এখন বাতাসে ওড়া সে টাকা ধরতে ব্যস্ত। বাণিজ্যে পিছিয়ে নেই ছাত্রলীগের নেতাকর্মীরাও। গত বছরের ৭ ও ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত নিয়োগের সিন্ডিকেটে গণ নিয়োগকে কেন্দ্র করে ছয় মাস অচল ছিলো বিশ্ববিদ্যালয়টি। ফলে দূর্নীতি বিরোধী শিক্ষক-ছাত্রদের সর্বাত্মক আন্দোলনে পদচ্ছুত হয়েছে ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টর ও ছাত্রউপদেষ্টা। নতুন প্রশাসনও একই পথে হাঁটার কারনে সরকারের শেষ সময়ে এসে আবারো অচলাবস্থার দিকে যাচ্ছে ক্যাম্পাস। এনিয়ে রীতিমত ক্ষুব্ধ ও শঙ্কিত সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা।সূত্র মতে- চলতি মাসের শেষের দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২১৮তম সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে। এই সভাকে কেন্দ্র করে প্রশাসনের সর্বস্তরে চলছে নিয়োগের তোড়জোড়। ইতোমধ্যে ৫টি বিভাগের শিক্ষক নিয়োগের নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হয়েছে। এসকল বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিতে কেবল অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করার কথা থাকলেও নিয়ম বর্হিভূত ভাবে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬ জন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশ ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪ জন, বাংলা বিভাগে ৪ জন নতুন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগের নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হলেও বোর্ডের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। নির্বাচনী বোর্ডে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেনের পছন্দের প্রার্থীর বিরুদ্ধে বিভাগের চেয়ারম্যান ও এক্সপার্ট অবস্থান নেওয়ায় বোর্ডটির সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ওই বোর্ডে ট্রেজারার মোটা অংকের ঘুষের বিনিময়ে ইভিনিং থেকে মার্স্টাস পাশ করা পঞ্চাশউধর্ক্ষ বয়সের চরম অযোগ্য
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)