বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৩

কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮ টায়

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদ-উল আযহার জামাত আগামী ১৬ ই অক্টোবর সকাল ৮ টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে সকলকে সময়মতো উপস্থিত হওয়ার জন্য কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।

গাংনীতে ডাকাতদের বাধা দেওয়ায় ভ্যান চালককে জবাই করে হত্যা : বোমাঘাতে আহত ৩

 গাংনী সংবাদদাতা : মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভারতীয় সীমান্ত ঘেষা গোরিপুর গ্রামে ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে বাছের আলী বাচ্চু (৩৭) নামের এক ভ্যান চালককে । সে গোরিপুর গ্রামের জয়েন উদ্দীনের ছেলে । ডাকাত সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে খুন করে । ডাকাতদের ছোঁড়া বোমাঘাতে আহত হয়েছেন প্রতিবেশী আরও ৩ জন । আহতরা হলেন, ওই গ্রামের আব্দুর রাজ্জাক (৩০), আব্বাস আলী (২৮) ও আব্দুল মান্নাফ (৪০) । এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক রাত ১ টার সময় উপজেলার ভারতীয় সীমান্ত ঘেষা গরিবপুর গ্রামের আব্দুল মান্নাফ বাড়িতে ৩০-৪০ জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রবেশের চেষ্টা করে । এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে প্রতিরোধ গড়ে তোলে ।প্রতিরোধের মুখে ডাকাতরা প্রতিরোধকারীদের লক্ষ্যে করে পর পর ৭ টি বোমা নিক্ষেপ করে পালিয়ে

দৌলতপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ষনে বাঁধা দেওয়ায় রুকসানারা খাতুন (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার খালাতো ভাই শরিফুল আলম নামে এক লম্পট। মঙ্গলবার রাতে উপজেলার ফিলিপনগর ইউপি’র গোলাবাড়ি গ্রামে এঘটনা ঘটেছে। এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, রায়হান আলীর স্ত্রী এক সন্তানের জননী রুকসানারা খাতুন তার নানা সিরাজ সর্দারের বাড়িতে থাকা অবস্থায় অমিন সর্দারের ছেলে নিহতের খালাতো ভাই শরিফুল আলম ওইদিন রাত ৯টার দিকে রুকসানারা খাতুনকে কু-প্রস্তাব দেয়। এতে রুকসানারা খাতুন রাজি না হওয়ায় তাকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় সে চিৎকার ও কান্না কাটি শুরু করলে লম্পট শরিফুল হাতের কাছে থাকা লোহার রড দিয়ে রুকসানারা খাতুনের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ বুধবার দুপুরে নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। হত্যাকান্ডের ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। তবে ঘাতক গ্রেপ্তার হয়নি। এবিষয়ে দৌলতপুর থানার ওসি আব্দুল খালেক জানান, হত্যাকান্ডের সাথে জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

দৌলতপুরে ডাকাতের বোমা হামলায় নৈশ প্রহরীসহ আহত-৩

দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুরে ডাকাতের বোমা হামলায় নৈশ প্রহরীসহ ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ২ টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউপি’র নাটনাপাড়া বাজারে ডাকাতি হামলার এ ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত নাটনা পাড়া বাজার সংলগ্ন ডাঃ আজিমদ্দিনের বাড়িতে হানা দেয়। এসময় বাড়ির লোকজন চিৎকার ও শোরগোল শুরু করলে বাজারের নৈশ প্রহরীসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসলে ডাকাত দল তাদের লক্ষ্য করে পর পর ৩টি বোমার বিষ্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতদের নিক্ষিপ্ত বোমার আঘাতে নৈশ প্রহরী হযরত আলী (৪২) ও এনামুল হক (৪৫) এবং নাটনা পাড়া বাজারের সুলতান (৪৫) নামে এক

বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের মৃত্যু : উপজেলা বিএনপির শোক

দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদ আলী মেম্বর গতকাল বুধবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় পরে দ্রুত দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন। ইউনিয়ন বিএনপির নেতা আবেদ আলী মেম্বরের মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগে বিএনপি নেতা আবেদ আলীর মৃত্যুর খবর শুনে রেজা আহমেদ বাচ্চু মোল্লা তার বাড়িতে ছুটে যান। এ সময় উপজেলা তার সাথে ছিলেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহিদ সরকার মঙ্গল, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ রেজাউল করীম, সহ-সভাপতি শামিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, মাহবুব লস্কর, আব্দুল বারী, প্রচার সম্পাদক জহুরুল করীর বিশ্বাস, বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোয়াজ হোসেন, দপ্তর সম্পাদক শের আলী সবুজ, হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন, মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, ফিলিপরগর ইউনিয়ন বিএনপির সাইদুর রহমান, সাধারন সম্পাদক আমজাদ হোসেন, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, খলিষাকুন্ডি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মইনুল ইসলাম, খাস মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ ওহাব আলী, সাধারন সম্পাদক সুরাত আলী, প্রাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান সোনা, সাধারন সম্পাদক চাঁদ মল্লিক মাষ্টার, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনছার আলী মেম্বর, সাধারন সম্পাদক আমজাদ মাষ্টার, আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক রুস্তুম আলী, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদুজ্জামান জার্জিজ খান, সাধারন সম্পাদক আজিজুল হক, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল মাষ্টার, সাধারন সম্পাদক দেল মেম্বর, উপজেলা কৃষকদলের সভাপতি ভিপি আবুল হোসেন, সাধারন সম্পাদক ফরজ উললাহ, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক

মিরপুরে অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

রাশিদুজ্জামান রাশেদ, মিরপুর : মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গৌড়দহ গ্রামের মৃত আমির বক্সের ছেলে মহিবুল ইসলামেরর বাড়ীতে অগ্নিকান্ডে বাড়ীর ৪টি কক্ষ স¤পূর্ণ ভস্মিভূত হয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ীর লোকজন পাশের বাড়ীতে বেড়াতে গেলে হঠাৎই বাড়ীতে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুনের লেলিহান শিখা ওই বাড়ীর ৪টি কক্ষে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়র সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মী ও স্থানীয় জনগণ চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। এতে ওই বাড়ীর ৪টি কক্ষে থাকা আসবাব পত্র, ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, বাই-সাইকেল, নগদ ৫০ হাজার টাকা, ৩টি বড় গরু, ৫টি ছাগল স¤পূর্ণ ভষ্মিভুত হওয়া ছাড়াও বাড়ীতে রক্ষিত মটর সাইকেলও আংশিক পুড়ে গেছে । এতে ৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে বাড়ীর মালিক মহিবুল ইসলাম দাবী করেন। আগুনের সূত্রপাত সম্পর্কে এলাকাবাসীদের কেউ কেউ বৈদ্যুতিক শর্ট সার্টিক আবার কেউ শত্রুতা বশতঃ আগুন ধরিয়ে দিয়েছে বলে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
 

কুমারখালী ডাঁসা মহর আলী দাখিল মাদ্রাসার আজ অভিভাবক সদস্য নির্বাচন

শরীফুল ইসলাম : কুষ্টিয়ার কুমারখালী ডাঁসা মহর আলী দাখিল মাদ্রাসার আজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচন। ২১৫ জন ভোটার আর প্রতিদ্বন্দ্বীতা করছেন ২ মহিলা সদস্য সহ ১১ জন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামিম আহমেদ খান প্রিজাইডিং অফিসার এবং উপসহকারী কৃষি অফিসার হারুন অর রশিদ ও হুমায়রা সহকারী প্রিজাইডিং এর দায়িত্ব পালন করবেন। নির্বাচন কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে কেন্দ্রে সার্বক্ষনিক প্রশাসন মোতায়েন থাকবেন বলে প্রিজাইডিং অফিসার জানান।