বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৩

গাংনীতে ডাকাতদের বাধা দেওয়ায় ভ্যান চালককে জবাই করে হত্যা : বোমাঘাতে আহত ৩

 গাংনী সংবাদদাতা : মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভারতীয় সীমান্ত ঘেষা গোরিপুর গ্রামে ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে বাছের আলী বাচ্চু (৩৭) নামের এক ভ্যান চালককে । সে গোরিপুর গ্রামের জয়েন উদ্দীনের ছেলে । ডাকাত সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে খুন করে । ডাকাতদের ছোঁড়া বোমাঘাতে আহত হয়েছেন প্রতিবেশী আরও ৩ জন । আহতরা হলেন, ওই গ্রামের আব্দুর রাজ্জাক (৩০), আব্বাস আলী (২৮) ও আব্দুল মান্নাফ (৪০) । এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক রাত ১ টার সময় উপজেলার ভারতীয় সীমান্ত ঘেষা গরিবপুর গ্রামের আব্দুল মান্নাফ বাড়িতে ৩০-৪০ জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রবেশের চেষ্টা করে । এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে প্রতিরোধ গড়ে তোলে ।প্রতিরোধের মুখে ডাকাতরা প্রতিরোধকারীদের লক্ষ্যে করে পর পর ৭ টি বোমা নিক্ষেপ করে পালিয়ে
যাবার সময় ভ্যান চালক বাচ্চুকে ডাকাতরা একা পায় । এ তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে পালিয়েযেতে সক্ষম হয় । নিক্ষিপ্ত বোমাঘাতে ওই গ্রামের ৩ জন আহত হয় ।আহতদের রাতে প্রথমে স্থানীয় বামুন্দীর একটি ক্লিনিকে নেয়া হলে । এ সময় রাজ্জাক ও মান্নাফ এর অবস্থার অবনতি দেখা দিলে, দু,জনকে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, ডাকাতির ঘটনা শোনার সাথে সাথে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছায় । বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে । ঘটনার সাথে জতিড়দের অচিরেই আটক করা হবে । অপরাধী যেই হোক তাদের আটক করতে পুলিশ তৎপরতা শুরু করেছে । বুধবার সকালে লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন