বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৩

ভেড়ামারায় ২৬ জন জিপিএ-৫ প্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ব্র্যাক

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় ২৬ জন জিপিএ-৫ প্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বেসরকারী এনজিও ব্র্যাক। গতকাল বুধবার দুপুরে উপজেলাস্থ ব্র্যাক’র হলরুমে তাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রনপিয়া ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১২ সালে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষায় অংশগ্রহন করে বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ শিক্ষার্থীই জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে সেই সব ক্ষুদে মেধাবীদেরই সংবর্ধনা দেয় ব্র্যাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে সম্মামনা কেষ্ট এবং উপহার তুলে দেন ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার। কুষ্টিয়া জেলা ব্র্যাক কর্মকর্তা আব্দুল মজিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ব্র্যাক কর্মকর্তা মোতাহার হোসেন, জাকির হোসেন, হিযরত আলী, রিজভী নেওয়াজ, উত্তম কুমার, শাহনাজ আক্তার, অলোক মজুমদার, আফরোজা সুলতানা প্রমুখ। বর্তমানে ওই ২৬ জন মেধাবী শিক্ষাথীই জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ ষ্ট শ্রেনীতে অধ্যায়নরত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন