বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০১৪

দেশ নায়ক তারেক রহমানের ৫০তম জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার : গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া সদর থানা বিএনপির কার্যালয়ে সদর থানা বিএনপির উদ্যোগে দেশ নায়ক তারেক রহমানের ৫০তম জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি তারেক রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোকপাত করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ শামীম আরজু, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক, যুগ্ম সম্পাদক আতাউর রহমান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডঃ শামীম-উল-হাসান অপু, জেলা যুবদলের আহবায়ক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা জাসাসের সভাপতি ইমরান আহমেদ সঞ্জু প্রমুখ।
দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা দায়েরের প্রতিবাদে

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মানহানি মামলা দায়েরের প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভ মিছিলটি শিল্পকলা একাডেমী থেকে বের হয়ে শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডঃ শামিম উল হাসান অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ শামীম আরজু । মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মঈন বাবুল, জেলা যুব দলের আহবায়ক মিরাজুল ইসলাম রিন্টু, যুগ্ম আহবায়ক মেজবাউর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক এ কে শাওন, আরিফুর

নির্যাতিতা শিশু বুশরা ইয়াসমিনের পাশে মহিলা বিষয়ক

অধিদপ্তর ও মানবাধিকার সংগঠণ ব্রেকিং দ্য সাইলেন্স

আক্তারুজ্জামান,মেহেরপুর থেকে : গাংনীর সন্ধ্যানী সংস্থার পরিচালিত সন্ধানী স্কুল এন্ড কলেজের হিসাব রক্ষক মিম্মা সুলতানা কর্তৃক নির্যাতিতা কাজের মেয়ে বুশরা সুলতানার ব্যাপারে খোঁজ খবর নিতে মানবাধিকার সংগঠন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর তদন্ত করেছেন। মঙ্গলবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসার নাছিমা খাতুন ও মানবাধিকার সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্স্ এর শিশু ফোরাম এর শামীমা আক্তারের নেতৃত্বে সাত সদস্যের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে এ টীম গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর কাছে বিষয়টি লিখিত ভাবে জানিয়েছেন এবং প্রতিকারের দাবী জানানো হয়েছে বলে জানান টীমের প্রধান শামিমা আক্তার। গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের হিসাব রক্ষক নির্যাতনকারী মিম্মা সুলতানা নিজেকে বাঁচাতে বুশরার নামে ফেইসবুক খুলে নানা মিথ্যার আশ্রয় নিয়েছেন।  বিভিন্ন সংবাদপত্র ও অনলাইনে প্রকাশিত হওয়ার পর প্রশাসন মানবধিকার কর্মীরা

গাংনীতে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের

অপসারন অবৈধভাবে নিয়োগ বাতিলের দাবীতে সাংবাদিক সম্মেলন


জেলা প্রতিনিধি মেহেরপুর ঃ
গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধভাবে বানিজ্যের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা শিক্ষককের নিয়োগ বাতিলের দাবী ও প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনস্থাসহ নানা অভিযোগ সাংবাদিক সম্মেলন করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৭ জন সদস্য। বুধবার বেলা ১২ টার সময় গাঁড়াডোব বাজারে এ সম্মেললন করেন তারা। ম্যানেজিং কমিটির সদস্যদের পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, স্থানীয় যুবলীগের ওয়ার্ড কমিটির সভাপতি গোলাম সরোয়ার টোকন। এসময় ম্যানেজিং কমিটির বিদ্যুৎ উৎসাহী সদস্য রেজাউল করিম, শিক্ষক প্রতিনিধি শাহাজান আলী, আব্দুর রশিদ, নাসিমা খাতুন, অভিভাবক সদস্য আবু বক্কর, আবুল কাশেম ও সংরক্ষিত মহিলা সদস্য মৌসুমি সুলতানা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে গোলাম সরোয়ার টোকন বলেন, ম্যানেজিং কমিটির ৭ জন সদস্যদের গোপন রেখে তাদের স্বাক্ষর জাল করে কমিটির সভাপতি ওয়াসিম সাজ্জাদ লিখন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান দূর্ণীতি, অনিয়ম ও বিধি বহিঃভূতভাবে গত ১১ নভেম্বর

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধু’র মৃত্যু

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে চার্জার লাইট চার্জ দিতে গিয়ে আলতাফন নেছা (৪৮) নামের এক গৃহবধু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আলতাফন নেছা সাহেবনগর দক্ষিণপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। বুধবার সকাল ৮ টার দিকে তার নিজ ঘরে এ ঘটনা ঘটে।

২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস

ইবি প্রতিনিধি : ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহের শান্তিডাঙ্গা-দুলালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী ২২ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন

মুক্তির উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের স্বাস্থ্য ক্যাম্প মজমপুর ইউনিয়নের মোল্লাতেঘরিয়া মডেল ভিলেজে স্কুল পাড়া গ্রামে বেলা ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ক্যাম্পে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। স্বাস্থ্যক্যাম্পে সমন্বয়কারী জায়েদুল হক মতিন। স্বাস্থ্যক্যাম্পে নারীদের প্রজন্ম স্বাস্থ্য বিষয়ক