বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০১৪

গাংনীতে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের

অপসারন অবৈধভাবে নিয়োগ বাতিলের দাবীতে সাংবাদিক সম্মেলন


জেলা প্রতিনিধি মেহেরপুর ঃ
গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধভাবে বানিজ্যের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা শিক্ষককের নিয়োগ বাতিলের দাবী ও প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনস্থাসহ নানা অভিযোগ সাংবাদিক সম্মেলন করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৭ জন সদস্য। বুধবার বেলা ১২ টার সময় গাঁড়াডোব বাজারে এ সম্মেললন করেন তারা। ম্যানেজিং কমিটির সদস্যদের পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, স্থানীয় যুবলীগের ওয়ার্ড কমিটির সভাপতি গোলাম সরোয়ার টোকন। এসময় ম্যানেজিং কমিটির বিদ্যুৎ উৎসাহী সদস্য রেজাউল করিম, শিক্ষক প্রতিনিধি শাহাজান আলী, আব্দুর রশিদ, নাসিমা খাতুন, অভিভাবক সদস্য আবু বক্কর, আবুল কাশেম ও সংরক্ষিত মহিলা সদস্য মৌসুমি সুলতানা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে গোলাম সরোয়ার টোকন বলেন, ম্যানেজিং কমিটির ৭ জন সদস্যদের গোপন রেখে তাদের স্বাক্ষর জাল করে কমিটির সভাপতি ওয়াসিম সাজ্জাদ লিখন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান দূর্ণীতি, অনিয়ম ও বিধি বহিঃভূতভাবে গত ১১ নভেম্বর বিদ্যালয়ে বাংলা/বিজ্ঞান বিভাগে নিয়ামুল আশরাফ ও বিজ্ঞান বিভাগে সাবিনা আক্তার নামে দু’জনকে নিয়োগ দিয়েছেন। এর আগে গত ৬ নভেম্বর ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সদস্যদের আড়াল করে গোপনে অর্থের বিনিময় সভাপতি ওয়াসিম সাজ্জাদ লিখন ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান এ নিয়োগ দিয়েছেন বলে তারা অভিযোগ করেন। অবিলম্বে অর্থের বিনিময় নিয়োগ করা এ দু’জন শিক্ষকের নিয়োগ বাতিল ও সভাপতি এবং প্রধান শিক্ষকের অপসারনও দাবী করেন সাংবাদিক সম্মেলনে। এদিকে সাংবাদিক সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষার্থী তাহেরুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান ২০১৩ সালের ৩৮ জন ছাত্র ছাত্রীর নামে আসা উপবৃত্তির ৬৪ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেছেন। সাংবাদিক সম্মেলনে তারা আরো অভিযোগ করেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান শিক্ষক নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রামের মাছাদ এর কাছ থেকে ৯ লাখ টাকা ও গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের আমিনুল ইসলামের কাছ থেকে ৪ লাখ টাকা নিয়েছেন। শিক্ষক নিয়োগ দিতে না পারলেও তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরৎ দিচ্ছেনা বলেও তারা অভিযোগ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন