বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০১৪

অভিভাবকদেরকেও গৃহে শিক্ষার্থীদের লেখাপড়ার

করানোর দায়িত্ব নিতে হবে : ড. আমানুর আমান

বিশিষ্ট লেখক ও গবেষক, দৈনিক কুষ্টিয়া ও ইংরেজী সাপ্তাহিক দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক, দি ডেইলী স্টার পত্রিকার করেসপন্ডেন্ট এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. আমানুর আমান বলেছেন শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও শিক্ষকদের মতোই গৃহেও শিক্ষার্থীদের লেখাপড়ার করানোর দায়িত্ব নিতে হবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকদের উপর নির্ভরশীলতা এই যুগে শিক্ষার্থীদের সার্বিক মেধা বিকাশ ঘটাতে পরিপূর্ণ সহায়তা নাও করতে পারে।  তিনি গতকাল জেলার খোকসা উপজেলার রমানাথপুর স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথীর বক্তৃতায় এ কথা বলেন।  তিনি বলেন গৃহই একটি শিশুর প্রথম শিক্ষাগার। জ্ঞানের প্রথম প্রবনতা শিশূ পরিবার থেকেই নিয়ে থাকে। যেটা চলতে থাকে জীবনভর। শিক্ষা প্রতিষ্ঠান এখানে একটি গড়াপেটার কাজটি করে থাকে।  তিনি অভিভাবকদের তাদের সন্তানদের স্কুলের প্রতিদিনের শিক্ষার খোঁজখবর নেয়ার পরামর্শ দেন। তাদের স্কুলের রুটিন চেক করার পরামর্শ দেন। এতে তাদের লেখাপড়ার ব্যাপারে যতœ ও দায়িত্বশীলতা বাড়বে। রমানাথপুর স্কুল এন্ড কলেজের গর্ভণিং বডির সভাপতি হাসান বসির সিদ্দিকী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন রমানাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল। ড. আমান বলেন শিক্ষার মুল উদ্দেশ্য মানুষকে বিকশিত করা। তার মধ্যে জ্ঞান সৃষ্টির মধ্য দিয়েই এটা করা যায়। তিনি বলেন আজকে দেশে শিক্ষার মুল উদ্দেশ্যই ব্যাপকভাবে বিঘিœত। এখনকার শিক্ষা জ্ঞান সৃষ্টি করছে না। এটি শুধু একটি সার্টিফিকেট বিস্ফোরণ ঘটাচ্ছে। ঘরে ঘরে সার্টিফিকেট কিন্তু জ্ঞান নেই। এই শিক্ষা পুরোটাই এখন সার্টিফিকেট কেন্দ্রীক হয়ে পড়েছে। শিক্ষার বাণিজ্যিকিকরণ ও চাকুরীর ক্ষেত্র ম্যানিপুলেট করার কারনে এটি হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি শিক্ষাকে জীবনবাদী করতে অবিলম্বে শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করার আহাবন জানান। শিক্ষাকে ব্যক্তিগত ব্যবসা থেকে উদ্ধার করে রাষ্ট্রের হাতে নেয়ার আহবান জানান। তিনি বলেন এতে করে রাষ্ট্রের লক্ষ্যার্জনে সবসময় একিভুত পথে পারিচালিত করা যাবে।  অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সদস্যগন, স্কুল ও কলেজ শাখার শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে অভিভাবকদের সার্বিক মতামতের ভিত্তিতে মানেজিং কমিটির জন্য চার জন অভিভাবক সদস্য মনোনয়ন দেয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন