ষ্টাফ রিপোর্টার : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সদ্য কারামুক্ত সৈয়দ মেহেদী আহমেদ রুমী কে ফুলেল শুভেচ্ছা জানাতে জেলা বিএনপির কার্যালয়ে ছুটে আসেন খোকসা কুমারখালীর অসংখ্য নেতাকর্মীরা। তারা সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কেন্দ্রীয় মহিলা দলের অন্যতম সদস্য ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা ফাহিমা রুমী, কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাড. গোলাম মোহম্মদ, খোকসা থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিছুজ্জামান স্বপন, কুমারখালী থানা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুন্সী রশিদুর রহমান (চেয়ারম্যান), জয়ন্তীহাজরা ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন সনে, জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি বিএনপি নেতা মজিবর রহমান মেম্বর, মশারফ হোসেন
শনিবার, ফেব্রুয়ারী ০২, ২০১৩
কুষ্টিয়ায় এসএসসি ও সমমানের ১৭হাজার ৫শ ২১ জন পরীক্ষার্থী
আব্দুম মুনিব : আগামীকাল দেশব্যাপী শুরু হবে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এবার কুষ্টিয়ায় ৪১ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ১৭হাজার ৫শ ২১ জন। এর মধ্যে জেলার ২৪ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ১৪ হাজার ৯৬ জন। ৮ কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৭শ ৬৭ জন। এছাড়া ৮ টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৬শ ৫৮ জন। গতবারের থেকে এবার মোট ২ হাজার ৬শ ৮৬ জন কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে । গতবার পরীক্ষর্থী ছিলো ১৯ হাজার ৯ শ ৭ জন। ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের ২২ কোটি টাকার টেন্ডার ভাগাভাগির পায়তারা
স্টাফ রিপোর্টার : জলবায়ু ট্রাষ্ট ফান্ডের আওতায় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড আমলা ডিভিশনের অধীন দৌলতপুর-মহিষকুন্ডি প্রতিরক্ষা বাঁধের ২২ কোটি টাকার টেন্ডার একটি চরমপন্থী গ্র“পের সহযোগিতায় ভাগাভাগি করে নেয়ার পায়তারা করছে কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা এলাকার ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী টেন্ডারবাজ নেতা। ৭ গ্র“পে বিভক্ত ২২ কোটি টাকার টেন্ডার যাতে শুধুমাত্র আমলা ডিভিশনে সিঙ্গেল ড্রপিং করা হয় এর জন্য চরমপন্থী কানেক্টেড ওই নেতা মরিয়া হয়ে ওঠেছেন। তিনি এই মিশনে সফল হলে ওই টেন্ডার থেকে বখরা হিসেবে হাতিয়ে নেবেন শতকরা ১৫% হিসেবে ৩ কোটি ৩০ লক্ষ টাকা । তার এই অবৈধ মিশন সফল করার জন্য কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্ট ডাইরেক্টর ওবায়দুর রহমান সার্বিক সহযোতিা করছেন বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানাগেছে,
বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
৩২ বিজিবি’র সদস্যরা গত ৩১ জানুয়ারি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫৪ হাজার ৪শথ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চিলমারী কোম্পানী সদরের নায়েক সিগঃ মোঃ আবুল খায়ের এর নেতৃত্বে একটি টহল দল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মরারপাড়া মাঠে অভিযান চালায়। সে সময় কয়েকজন বাংলাদেশী টহল দলের চ্যালেঞ্জের প্রেক্ষিতে তাদের বহনকৃত বস্তাগুলি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বস্তাগুলি তল্লাশী করে বিজিবির টহল দল ১৩৬ (একশত ছত্রিশ) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলি ধ্বংশের নিমিত্তে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মিরপুর, কুষ্টিয়ায় জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চিলমারী কোম্পানী সদরের নায়েক সিগঃ মোঃ আবুল খায়ের এর নেতৃত্বে একটি টহল দল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মরারপাড়া মাঠে অভিযান চালায়। সে সময় কয়েকজন বাংলাদেশী টহল দলের চ্যালেঞ্জের প্রেক্ষিতে তাদের বহনকৃত বস্তাগুলি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বস্তাগুলি তল্লাশী করে বিজিবির টহল দল ১৩৬ (একশত ছত্রিশ) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলি ধ্বংশের নিমিত্তে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মিরপুর, কুষ্টিয়ায় জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
কুমারখালীর রানা টেক্সটাইল স্পেশাল ক্যাটাগরিতে ১ম স্থানে ভূষিত
শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীর রানা টেক্সটাইল স্পেশাল ক্যাটাগরিতে ১ম স্থানে ভূষিত হওয়ার গৌরব অর্জন করে। ২০১৩ জানুয়ারি ১ তারিখ থেকে শেরে বাংলা নগর ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ১৮ তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় দেশী-বিদেশী সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজস্ব উৎপাদিত পণ্য উপস্থাপন করে। ব্যাপক সারাজাগানো এবারের আর্ন্তজাতিক মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৪১ টি পুরষ্কার প্রদান করা হয়। গত ৩১ জানুয়ারি বিকাল ৫ টায় আর্ন্তজাতিক বাণিজ্য মেলা মাঠ চত্বরে আনুষ্ঠানিক ভাবে দেশী-বিদেশী প্রতিষ্ঠানের উৎসাহিত করার লক্ষ্যে পুরষ্কার প্রদান করা হয়। স্বনাম ধন্য
খোকসা পৌরসভার ১ নং ওয়ার্ডের পরিচিতি সভা
খোকসা প্রতিনিধি : শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসা পৌরসভার ১ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১নং ওয়ার্ড কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক কেএম মহব্বত হোসেন দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি শেখ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, উপজেলা আওয়ামী লীগের গবেষণা বিষয়ক সম্পাদক সম্পাদক অধ্যক্ষ ওয়াহিদুল ইসলাম, থানা ছাত্রলীগের
১নং ওয়ার্ড কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক কেএম মহব্বত হোসেন দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি শেখ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, উপজেলা আওয়ামী লীগের গবেষণা বিষয়ক সম্পাদক সম্পাদক অধ্যক্ষ ওয়াহিদুল ইসলাম, থানা ছাত্রলীগের
খোকসায় স্কুলছাত্রকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা
মনিরুল ইসলাম মনি, খোকসা : শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া গ্রামের একটি মাঠ থেকে লিংকন (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, মোবাইল ফোন আনার পথেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চাচাতো ভাই শহীদুল ইসলামের বাড়িতে চার্জ দেওয়া মোবাইল ফোন আনতে যায়। এরপর আর তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে শুক্রবার দুপুর ২ টায় স্থানীয়রা বেতবাড়িয়া মাঠের কানাইলালের পরিত্যক্ত বোরিং-এর উপর লিংকনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত লিংকন বেতবাড়িয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে। সে ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র। লিংকনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)