আব্দুম মুনিব : কুষ্টিয়া শহরের রেনউইক বাঁধ এলাকায় গড়াই নদীতে ডুবে হাসান আলামিন (১২) নামক এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে কুষ্টিয়া সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও বর্তমান দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রুহুল আমিন বেলাল এর পুত্র এবং স্থানীয় প্রতীতি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। গতকাল বেলা ১২ টার দিকে কমলাপুরের বাড়ি হতে গড়াই নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যেয়ে ডুবে যায়। ঘটনার ২ ঘন্টা পর স্থানীয়রা তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষনা করেন। জানা গেছে সে সাঁতার জানতো না। আজ সকাল ৯ টায় কমলাপুর মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হবে।
বৃহস্পতিবার, অক্টোবর ০৩, ২০১৩
দৈনিক দেশতথ্যে পত্রিকার ১২তম বর্ষে পদার্পন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
হাওয়া ডেস্ক : দৈনিক দেশতথ্যে’র ১২তম বর্ষে পদার্পন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পত্রিকার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে দৈনিক দেশতথ্য’র সম্পাদক এস এম হালিমুজ্জামান’র সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক ও নির্বাহী সম্পাদক মোমেছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিশা সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, সনো ডায়াগনস্টিক ও সনো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ওয়াছে, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এস এম কাদেরী শাকিল, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আজ কুষ্টিয়া ইসলামিয়া কলেজের র্যালী
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে আজ ০৩ অক্টোবর ২০১৩ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১২.৩০ মিনিটে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের উদ্যোগে একটি স্বাগত র্যালির আয়োজন করা হয়েছে। উক্ত র্যালিটি কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভা চত্বরে যেয়ে সমাপ্ত হবে। উক্ত র্যালিতে অংশ নেওয়ার জন্য কলেজের উপাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীসহ কুষ্টিয়াবাসীকে আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।
ইবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার
সৌদি বাদশার আমন্ত্রণে হজ্ব পালনে যাচ্ছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার । তিনি সম্ভাব্য ৭ অক্টোবর সৌদি এয়ারলাইন্স যোগে পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হবেন। ইতোমধ্যে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র
কুমারখালীতে ফেন্সিডিলসহ মোটরসাইকেল আটক
শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেন্সিডিল সহ ১ টি মোটর সাইকেল আটক করে। গত পরশু মঙ্গলবার রাত অনুমান ৮ টার সময় কুমারখালী থানার এস আই মোকাব্বের হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চড়াইকোল রেলগেটে ডিউটিকালীন সময়ে ফিরিডম ১০০
মঙ্গলবার, অক্টোবর ০১, ২০১৩
দক্ষণি-পশ্চমিাঞ্চলে ৯৬ ইউপি চয়োরম্যান খুন
হাওয়া প্রতবিদেক : অস্ত্রধারী সন্ত্রাসীদরে হাতে দশেরে দক্ষণি-পশ্চমিাঞ্চলরে ১০ জলোয় গত তনি দশকে ৯৬ জন ইউপি চয়োরম্যান নৃশংসভাবে খুন হয়ছেনে। র্বতমানে এসব জলোর ইউপি চয়োরম্যানরা সব চাইতে বশেি ঝুঁকরি মধ্যে রয়ছেনে। একরে পর এক চয়োরম্যান হত্যাকান্ডরে ঘটনার পরও সন্ত্রাসীরা থকেে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইর।ে জনগণরে বপিুল সর্মথনে বজিয়ী হলওে এসব চয়োরম্যান হত্যাকান্ডরে সাথে জড়তি কলিারদরে কারও শাস্তি হয়ন।ি যে কারণে কলিাররা হয়ে উঠছেে ভয়ঙ্কর। এ কারণে এই অঞ্চলরে ইউপি চয়োরম্যানসহ জনপ্রতনিধিরিা সবসময়ই আতঙ্করে মধ্যে দনি কাটাচ্ছনে। সন্ত্রাসীদরে ভয়ে অনকেে জীবন বাঁচাতে নজি এলাকা ত্যাগ করে শহরে আশ্রয় নয়িছেনে। ফলে তৃণমূলে
২০ বছরেও বাস্তবায়ন হয়নি কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সরকারী করনের প্রতিশ্র“তি
স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ সরকারী করণ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আগামী ৫ অক্টোবর কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে এক জনসভায় ভাষন দিবেন তিনি। সরকারের শেষ সময়ে ২০ বছর আগে দেওয়া প্রতিশ্র“তি নিয়ে আবারও নতুন করে আশায় বুক বেঁধেছে খুলনা বিভাগের সর্ববৃহৎ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া ইসলামিয়া কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। দাবি আদায়ে সরকারি দলের উর্দ্ধতন নেতাদের সাথে বৈঠকসহ নানামুখী কর্মতৎপরতা শুরু হয়েছে ইতোমধ্যেই। বর্তমানে ৭টি বিষয়ে অনার্স কোর্স সহ উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে বিজ্ঞান, বানিজ্য ও কলা বিভাগ চালু আছে এখানে।
১৯৬৮ সালে তৎকালীন কুষ্টিয়ার এস ডিও ইয়াহিয়া সাহেব ও স্থানীয় গন্যমান্য
১৯৬৮ সালে তৎকালীন কুষ্টিয়ার এস ডিও ইয়াহিয়া সাহেব ও স্থানীয় গন্যমান্য
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)