রবিবার, ডিসেম্বর ২১, ২০১৪

ফলোআপ : পোড়াদহে আওয়ামীলীগের দুই গ্র“পের সংর্ঘষে একজন নিহত

২৫ বাড়ীতে ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট এলাকা ছেড়ে পালিয়েছে একাধিক পরিবার 

ষ্টাফ রিপোটার : মিরপুর উপজেলার পোড়াদহে আওয়ামীলীগের দুই গ্রুপের সংর্ঘষে নুর ইসলাম (৫০) নামের এক স্থানীয় আওয়ামীলীগ নেতা নিহত ও আট জন আহত হওয়ার ঘটনায় সেখানে বাড়ীতে বাড়ীতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সেসময় পুলিশ গুলি ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হয়। ফলে এলাকার অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এলাকাবাসী জানায়, শনিবার সকাল পৌনে আটটার দিকে নিহত নূর ইসলামের সমর্থকরা প্রতিপক্ষ পারভেজ’র বাড়িসহ আরো কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও লুটপাট করে। এসময় ব্যাপক উত্তেজনা দেখা দিলে পুলিশ চার রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও বেশ কয়েকটি বাড়ি ভস্মীভুত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদেরকে ছত্র ভঙ্গ করে। এদিকে নিহত নুর ইসলামের লাশ দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হ?—ান্তর করা হলে বিকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় কোন মামলা হয়নি।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পোড়াদহ বাজারের পাশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পারভেজ গ্র“পের সমর্থকদের মধ্যে সংর্ঘষ বাধে। সংর্ঘষে ধারালো অস্ত্রের আঘাতে নুর ইসলাম নিহত হয়। আহত হয় আরো আটজন। এ ঘটনার পরে নিহত নূর ইসলামের পক্ষের লোকজন বিক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে ও শনিবার সকালে প্রতিপক্ষ পারভেজসহ তার সমর্থকদের

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত : আহত ৪

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়ায় শনিবার সকালে বাস ও নসিমনের সংঘর্ষে নসিমনের চালক জীবন (৪০) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে নসিমনে থাকা পল্লী বিদুৎ এর চারজন শ্রমিক। নিহতের পারিবারিক সূত্র ও এলাকাবাসীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে কয়েকজন শ্রমিক পল্লী বিদ্যুতের কিছু সরঞ্জাম নিয়ে নসিমন যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার লক্ষীপুরে যাবার সময় পথিমধ্যে কুষ্টিয়া শহরতলীর কুমারগাড়ায় নসিমনটি বিপরীত মুখ থেকে আসা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সাথে ধাক্কা খায়। এতে নসিমনের চালকসহ পল্লী বিদ্যুতের চারজন

আজিজুল হাকিমের মৃত্যু মেহেদী রুমীর শোক

 কুষ্টিয়া শহরের থানাপাড়া খোদাদাদ খান রোড নিবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ আজিজুল হাকিম (৬৮) গতকাল সকালে চিটাগাং সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না.... রাজেউন)। আজ তাঁর মরদেহ কুষ্টিয়ার বড় জামে মসজিদে বাদ যোহর জানাজা অনুষ্ঠিত হবে এবং আজই কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হবে। মরহুম আজিজুল হাকিম কুষ্টিয়ার বিশিষ্ট জননেতা এডভোকেট বদরুদদোজা গামা সাহেবের ছোট চাচা মরহুম মোজাফ্ফর হোসেন সাহেবের জেষ্ঠ পুত্র। পরিবারের পক্ষ থেকে তাঁর জানাজায় উপস্থিত হওয়ার জন্য আত্মীয় স্বজনদের প্রতি অনুরোধ জানিয়েছে। এদিকে তার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন

সাবিবের মৃত্যুতে আমারদেশ পাঠক ফোরামের শোক

দৈনিক দেশ ভুমির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এসএম ওয়াহেদ আলী সাবিব আর নেই (ইন্না .... রাজিউন) এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমার দেশ পাঠক ফোরাম কুষ্টিয়া জেলা শাখা। এক শোক বার্তায় আমার দেশ পাঠক ফোরাম কুষ্টিয়া জেলা শাখা সভাপতি এ্যাড.হাসান রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুম মুনিব মরহুমের রুহের আতœার মাগফীরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিউনের শোক

দৈনিক দেশ ভুমির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এসএম ওয়াহেদ আলী সাবিব আর নেই (ইন্না .... রাজিউন) এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিউন। এক শোক বার্তায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিউনের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক মিলন উল্লাহ মরহুমের রুহের আতœার মাগফীরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

মেহেদী রুমীর শোক

দৈনিক দেশ ভুমির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এসএম ওয়াহেদ আলী সাবিব আর নেই (ইন্না .... রাজিউন) এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি কুষ্টিয়া জেলা ২০ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ বীর মুক্তিযোদ্ধা মেহেদী আহমেদ রুমী। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের আতœার মাগফীরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

আজ সকাল ১০টায় কুষ্টিয়া জিলা স্কুল ঈদগা ময়দানে জানাযা

দৈনিক দেশভূমি’র ভারপ্রাপ্ত সম্পাদক  সাবিব আর নেই : বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার : দৈনিক দেশভূমি’র সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এস এম ওয়াহেদ আলী সাবিব (৪৫) গতকাল শনিবার বেলা ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ভাই ও ৪ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযা আজ রোববার সকাল ১০টায় কুষ্টিয়া জিলা স্কুল ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাযায় শরীক হওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে তার সকল আত্মিয় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের অনুরোধ জানানো হয়েছে। জানাযা শেষে মরদেহ কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তিনি কুষ্টিয়ার পূর্ব মজমপুরের মৃত আহমদ এর ৪র্থ পুত্র। উল্লেখ্য: এস এম ওয়াহেদ আলী সাবিব ২০০৫ সাল থেকে দৈনিক দেশভূমি’র ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে