রবিবার, জানুয়ারী ১৩, ২০১৩

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত : আহত ১০ ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা বন্ধ ঘোষণা

পাবনা সংবাদদাতা : গতকাল শনিবার সকাল ৭টায় পাকশী হাইওয়ে রোডের নতুন হাট গোলচত্বরে সড়ক দূর্ঘটনায় ৩জন ইপিজেডের মহিলা শ্রমিক নিহত ও ৮জন আহত হয়েছে। নিহতরা হলো রম্নলিং বিডি কোম্পানীর শ্রমিক ও মুলাডুলি ফরিদপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী রূপা বেগম (২৫), এ্যাবা কোম্পানীর শ্রমিক ও নাটোর জেলার রাওতা গ্রামের বাবুর স্ত্রী সাবিনা ইয়াসমিন সাথী (২৭) ও এ্‌কই কোম্পানীর শ্রমিক শিউলি (৩০) । আহতদের মধ্যে শারমিন খাতুন ও আবিদা বেগমকে রামেক হাসপাতালে এবং সালমা বেগম, সেলিনা খাতুন, আরজু, শ্যামলী, ফরিদা পারভীন ও আশুরাকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। ঐ দিন সকাল ৭টায় ভুডভুডি যোগে ঈশ্বরদী ইপিজেডস' কোম্পানীতে কাজে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে নতুন হাট গোল চত্বরে একটি চলনৱ ট্রাক এসে ধাক্কা দিলে রূপা ও সাবিনা ইয়াসমিন সাথী ঘটনাস'লেই নিহত হয়। হাসপাতালে ভর্তির পর শিউলির মৃত্যু হয়। এদিকে সড়ক দূর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুর সংবাদ ইপিজেড এলাকায় ছড়িয়ে পড়লে রম্নলিং বিডি ও এ্যাবা কোম্পানীর শ্রমিকরা কর্ম বিরতি দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। পরে পরিসি'তিবেগতিক দেখে ইপিজেডের সকল কারখানার মালিকরা এক দিনের জন্য তাদের ফ্যাক্টরী গুলো বন্ধ ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন