বৃহস্পতিবার, মার্চ ২১, ২০১৩

কুষ্টিয়ায় তাঁতী দলের মানববন্ধন


স্টাফ রিপোটার : আটককৃত কেন্দ্রিয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা তাঁতী দল। গতকাল বুধবার সকাল ১০ টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা তাঁতী দলের সভাপতি রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক নিগাদ সীমা, জেলা বিএনপির
সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, সিনিয়র যুগ্ন সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ন সম্পাদক এমএ শামীম আরজু, মাহমুদুর রহমান আল কাদেরী, এসএম ওমর ফারুক, সমাজ কল্যাণ সম্পাদক গাজী গোলজার হোসেন গেলো, ক্রীড়া সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, বর্তমান সরকারের অব্যাহৃত দূর্ণীতিতে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, দ্রবমূল্যর উদ্ধগতিতে দিশেহারা দেশের জনগণ। সুতার উচ্চমূল্য হওয়ায় তাতীরা আজ চরম বিপাকে। তিনি বলেন, সরকার বিএনপির কেন্দ্রিয় নেতাদের উপর হামলা মামলা করে সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম দমাতে পারবে না। জনগণের আন্দোলণ শুরু হয়েছে স্বৈরাচারী সরকার পতন হবেই। তিনি আটককৃত কেন্দ্রিয় বিএনপির নেতৃবৃন্দসহ ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন। আটককৃত নেতৃবৃন্দকে অবিলম্বে দ্রুত মুক্তি না দিলে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে তিনি ঘোষণা দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সহ-সভাপতি রাজা মেম্বর, আনিচুর রহমান লালু, সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির দিলু, কুমারখালী উপজেলা তাঁতীদলের আহবায়ক হাজী মনোয়ার হোসেন, খোকসা উপজেলা তাঁতীদলের আহবায়ক শফিকুল আলম শফি, শহর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী রবিউর রহমান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম লাবু, মহিলা নেত্রী নিলুফা ইয়াসমিন, শিরিন রতন, বারখাদা ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, কুমারখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা যুবদলের সভাপতি আল কামাল মোস্তফা, শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ আলী, যুগ্ম সম্পাদক ফয়সাল হাসান খালিদ, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত, জেলা জাসাসের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান টুটুল, যুবদল নেতা শামসুদ্দোহা লাল্টু, শহর ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান মিথুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন