বৃহস্পতিবার, মার্চ ২১, ২০১৩

কুষ্টিয়ায় লাইট হাউসের পিএফটি সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া জেলা লাইট হাউস এর প্রজেক্ট ফ্যাসেলেটেশন টিম এর (পিএফটি) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কোর্টপাড়াস্থ লাইট হাউস কুষ্টিয়া অফিসে এ সভাপ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লাইট হাউস এর পিএফটি দলের সদস্য কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর জনাব সাইফ-উল-হক মুরাদ। এছাড়াও কুষ্টিয়া রোটরী সভাপতি জনাব ফরহাদ হোসেন খান, এডাব কুষ্টিয়া এর চ্যাপ্টার কো-অর্ডিনেটর জনাব আনোয়ার হোসেন বুলবুল, কাউন্সিলর জনাব খান এ করিম অকুল সহ পিএফটির সকল সদস্যগন সভায় অংশগ্রহন করেন। সভায় লাইট হাউসএর
কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আলোচনা সভায় বাংলাদেশ এবং বিশ্বের এইচআইভি/এইডস্ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় জানানো হয় বিশ্বে মোট ৩ কোটি ৪০ লক্ষ এইচআইভি/এইডস এর রোগী রয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে ২৮৭১ জন এইচআইভি/এইডস এর রোগী রয়েছে। লাইট হাউস, কুষ্টিয়া যেহেতু এইচআইভি/এইডস প্রতিরোধের জন্য জেলার এমএসএম, হিজড়াদের নিয়ে কাজ করে সেহেতু তাদের কাজের বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয় বিগত ফেব্রুয়ারী মাসে জেলায় এইচআইভি/এইডস প্রতিরোধ কল্পে জেলার সুবিধাভোগী জনগোষ্ঠীর মধ্যে ১০১৪৮ পিস কনডম প্রদান করা করা হয়, ৬ জনকে ভিসিটি করা হয়েছে এছাড়াও ৬০ জনকে যৌনবাহিত রোগ এবং সাধারণ রোগের সেবা দেওয়া হয়েছে। সভায় বক্তাগন এমএসএম, হিজড়াদেও উন্নয়নের লক্ষে কিছু সুপারিশ তুলে ধরেন। সভা পরিচালনা করেন লাইট হাউস কুষ্টিয়া শাখার ডিআইসি ম্যানেজার মোঃ আনিসুজ্জামান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন