শুক্রবার, মার্চ ০৮, ২০১৩

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা ছাত্রদলের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হাকিম মাসুদের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন। আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, সিনিয়র যুগ্ন সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ন সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, এমএ শামীম আরজু, সহ-সাংগঠনিক সম্পাদক সামসুজ্জাহিদ, ক্রিড়া বিষয়ক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, যুবনেতা রুহুল আমিন মনো, তৈয়মুর রহমান, শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর মিথুন, সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পী, যুব নতা ছানি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, ২০০৭ সালের এই দিনে কোন রকম সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বিতর্কিত সেনা সমর্থিত সরকার প্রগতিশিল তরুন নেতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কে আটক করে। কিন্তু তার বিরুদ্ধে কোন দূণীর্তি প্রমান করতে পারেনি সরকার। শহীদ জিয়াউর রহমানের উত্তরসরী হওয়ায় পরিকল্পিত ভাবে তাকে আটক করা হয়।
অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের উত্তরসরি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন