শনিবার, ফেব্রুয়ারী ১৫, ২০১৪

খোকসার হিজলাবটে ১৯ দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভা সৈয়দ মেহেদী আহমেদ রুমী


মনিরুল ইসলাম, খোকসা : কুষ্টিয়ার খোকসায় হিজলাবট বাজার প্রাঙ্গণে ১৯ দলীয় ঐক্যজোটের উদ্যোগে সচেতন নাগরিক সমাজের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে অনুষ্ঠিত পথসভায় বিএনপি নেতা লাল্টু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, কুষ্টিয়া জেলা ১৯ দলীয় ঐক্যজোটের আহক্ষায়ক ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি বলেন, অবৈধ পহ্নায় ক্ষমতায় আসা আওয়ামী লাগ সরকার বাংলাদেশের আস্তাকুঁড়ে খাচ্ছে। বাংলাদেশের জনগণ এর প্রতিবাদ করেছে নির্বাচন কেন্দ্রে না গিয়ে। আমরা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করি। তাই আমরা অবৈধভাবে ক্ষমতায় যেতে চাই না। আমরা সচেতন নাগরিক সমাজের ব্যানারে ১৯ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে চেয়ারম্যান পদে সৈয়দ আমজাদ আলীকে মনোনয়ন দিয়েছি। তার প্রতীক মোটরসাইকেল। তাকে মোটর সাইকেল মার্কা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ভাইচ-চেয়ারম্যান
পদে আবু বক্কর সিদ্দিককে মনোনয়ন দিয়েছি। তাকে তালা মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মহিলা ভাইচ-চেয়ারম্যান পদে ইসরাত জাহান পুনমকে মনোনয়ন দিয়েছি। তাকে হাঁস মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মানুষের কল্যাণে এই প্রত্যাশা রাখি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯ দলীয় ঐক্যজোট মনোনীত সচেতন নাগরিক সমাজের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও খোকসা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী। তিনি বলেন, আমাদের প্রার্থীকে বিজয়ী করে আপনাদের অধিকার আদায়ের সংগ্রামের সামিল হোন। আমাকে উপজেলা চেয়ারম্যান পদে মোটরসাইকেল মার্কা প্রতীকে, ভাইচ-চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিককে তালা মার্কা প্রতীকে ও মহিলা ভাইচ-চেয়ারম্যান প্রার্থী ইশরাত জাহান পুনমকে হাঁস মার্কা প্রতীকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের অধিকার আদায় করে নিবেন। আপনাদের জন্য আমাদের দপ্তর সবসময় খোলা থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, উপজেলার বিএনপির প্রবীণ নেতা ও পৌর মেয়র আনোয়ার আহম্মেদ তাতারী, খোকসা থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস উজ জামান স্বপন, সিনিয়র সহ-সভাপতি মুনসী এজেডজি রশিদ রেজা বাজু, সাংগঠনিক সম্পাদক মোজাফফর উজ জামান মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মতিন মনি।
পথসভায় বিপুল পরিমাণ মহিলা-পুরুষ উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রবীন বিএনপি নেতা এ্যাড. মুলফত হোসেন কানু, আশকর আলী, যুবদলনেতা ও মেয়রপুত্র নাফিজ আহম্মেদ খান রাজু, শামীম আহম্মেদ বাবু, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম, শোমসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান কাজল, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়ব আলী সরকার, খোকসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কায়সার উল আলম সউদ, থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজা, সাধারণ সম্পাদক বাহারুল আলম, পৌর যুবদলের সভাপতি আব্দুস সালাম, যুবনেতা সৈয়দ শাখাওয়াত হোসেন টিটু, থানা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবলু মোল্লা, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাশেম আলী, সাধারণ সম্পাদক রবিন রায়হান, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম টিটো, থানা ছাত্রদলের সভাপতি আলিম রেজা, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি হাফিজ, থানা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মুংলা মন্ডল, সাধারণ সম্পাদক সোবাহান মন্ডল, কাউন্সিলর আবু হাসান, কাউন্সিলর সেলিম রেজা প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন