সোমবার, ফেব্রুয়ারী ২৪, ২০১৪

বাড়াদীর আলোচিত শাওন হত্যাকান্ডে জড়িত আসামী গ্রেফতার

১৬৪ ধারায় জবানবন্দি         

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া শহরতলীর বাড়াদী সাইবার বিলের বুড়ির বটগাছ এলাকায় শাওন হত্যা কান্ডের রহস্য উদঘাটন করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনার মূল হত্যাকারী রাজবাড়ি জেলার পাংশা উপজেলার কশবা সমাইল গ্রামের রেজাউল হকের ছেলে আমিরুল ইসলাম দুরন্ত (২০) গতকাল দুপুরে চিফ জুডিশিয়াল আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। মামলার তদন্তকারী অফিসার মডেল থানার এসআই তোফাজ্জেল জানান, হত্যাকারী দুরন্ত আদালতে দোষ স্বীকার করেছে। আদালত ও পুলিশ সুত্রে জানা যায়, গত ১৭ ফেব্রয়ারী সোমবার বিকেলে নিহত শাওন ও দুরন্তসহ তারা ৪/৫ বন্ধু মিলে পিকনিক করতে যায় বাড়াদী গ্রামের বুড়ির বটগাছতলা নামক স্থানে। সেখানে তারা নিয়োমিত ছিনতাই এর টাকা ভাগাভাগি মাদক সেবন ও পিকনিক করত বলে দুরন্ত জানান। ঘটনার দিন বিকেলে রান্নার কাজ শেষ করে গাঁজা সেবন করে সকল বন্ধুরা। পরে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ছিনতাই ও মাদক বিক্রির টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে বিরোধ বাধে। এরই এক পর্যায়ে আমিরুল ইসলাম দুরন্ত তাদের রান্না কাজে ব্যবহৃত চাপাতি দিয়ে বাড়াদি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে শাওন আহম্মেদের মুখে ও মাথায় কুপাতে থাকে এবং সেই সাথে অন্য সহযোগিরা দুরন্তকে সহযোগিতা করে। পরে শাওনের লাশ নিয়ে পাশে থাকা ক্যানেলে ফেলে রেখে পালিয়ে যায়। পরের দিন ভোরে স্থানীয় কৃষকরা বাড়ি বটগাছ তলায় একটি লাশ দেখতে পায়। পরে নিহত শাওনের মা মমতাজ বেগমকে সাংবাদিকের ক্যামেরায় তোলা ছবিটি দেখালে মমতাজ বেগম ছেলের ছবি দেখে অজ্ঞান হয়ে যায়। পরে জ্ঞান ফিরে পেয়ে সে জানায় নিহত লাশটি তার ছেলে শাওনের। স্থানীয়রা কুষ্টিয়া মডেল থানার পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে এসে নিহত শাওনের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, হত্যাকারী একজনকে গ্রেফতার করা হয়েছে। সে হত্যার দায় স্বীকার করেছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন