সোমবার, ফেব্রুয়ারী ২৪, ২০১৪

দৌলতপুরে হাটের সিডিউল ক্রয়ে স্বতন্ত্র এমপি‘র ক্যাডারদের বাঁধা ॥ হাট মালিক আহত

 কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হাট বাজার ইজারার সিডিউল ক্রয় করতে বাঁধা দিয়েছে স্বতন্ত্র এমপি‘র ক্যাডাররা। সিডিউল কিনতে গিয়ে ঐ ক্যাডারদের হামলায় এক হাট ব্যবসায়ী আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও হাটবাজারের সিডিউল ক্রয়ে ইচ্ছুক হাট ব্যবসায়ীরা জানান, ১৪২১ সালের জন্য হাট বাজার ইজারার জন্য উপজেলা পরিষদ থেকে ২৮ টি হাট বাজার ইজারার বিজ্ঞপ্তি দিলে প্রথম পর্যায়ে ২০ ফেব্র“য়ারী থেকে পরবর্তী ৩ দিন পর্য়ন্ত সিডিউল বিক্রয়ের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু দৌলতপুর আসনের সতন্ত্র সাংসদ রেজাউল হক চৌধুরীরর ক্যাডার বাহিনী হাটবাজার ভাগ বাটোয়ারা করে নেওয়ার উদ্দেশ্যে স্থানীয় হাট ব্যবসায়ীদের সিডিউল ক্রয়ে বাধা দিয়ে আসছিল। দরপত্র বিক্রয়ের শেষদিন রবিবার বেলা ৩ টার দিকে মথুরাপুর হাটের বর্তমান ইজারাদার মোস্তফা কামাল নাড়– হাজী সিডিউল কিনতে গেলে দৌলতপুর আসনের সতন্ত্র সাংসদ রেজাউল হক চৌধুরীরর ক্যাডার বাহিনী তাকে বাধা দেয়্। এরপর নাড়– হাজী বিষয়টি ইউএনও কে জানাতে চাইলে তাকে বে-ধড়ক কিল ঘুষি মেরে উপজেলা পরিষদ থেকে বের করে দেয়া হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এখন পর্য়ন্ত ২৮ টি হাটের একটি সিডিউল ও বিক্রয় হতে দেয়নি ঐ ক্যাডার বাহিনী। মথুরাপুর হাটের বর্তমান ইজারাদার মোস্তফা কামাল নাড়– হাজী জানান, তিনি মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং দীর্ঘদিন ধরে হাট ব্যবসার সাথে জড়িত। সতন্ত্র এমপি রেজাউল হক চৌধুরীর ভাই ভাতিজা ও ক্যাডার বাহিনী আমাকে পেশী শক্তির বলে সিডিউল কিনতে বাঁধা দিয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন জানান, রবিবার উপজেলা নির্বাচনেরর মনোনয়ন পত্র জমার শেষদিন হওয়ায় তিনি ব্যস্ত আছেন। তবে সিডিউল ক্রয় বিক্রয় নিয়ে উত্তেজনার কথা তিনি শুনেছেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোন সিডিউল বিক্রয় হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন