বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০১৪

কালীগঞ্জে মেয়েকে বাল্য বিয়ে দেওয়ায় পিতাকে জেল মাকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে বুধবার মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে পিতা শাহিনুর রহমানকে ১৫ দিনের জেল ও তার স্ত্রীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এরাদুল হক জানান, সুন্দরপুর গ্রামের শাহিনুর রহমান তার মেয়ে আকলিমাকে (১৬) গত এক মাস আগে যশোর জেলার শেখহাটি গ্রামের জহুরুল ইসলামের সাথে বিয়ে দেন। বিষয়টি তাকে অবহিত করলে বুধবার বিকালে বাল্যবিবাহ আইন অমান্য করায় মেয়ের পিতা শাহিনুরকে ১৫ দিনের জেল এবং মেয়ের মাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। বুধবার সন্ধ্যায় মেয়ে আকলিমার পিতা
শাহিনুরকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে মাদকদ্রব্য আইনে একটি ভ্রাম্যমান আদালত মাদক ব্যাবসায়ী জাহাঙ্গীর হোসেনকে ক বছর ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। বুধবার দুপুরে এ দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অকর্মকর্তা এরাদুল হক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন