বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০১৪

স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনেও এই অবস্থা!!!

ধাওয়া-পাল্টা ধাওয়া ও এজেন্টদের বের করে দেওয়ায় খোকসায় সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত

মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসার সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় প্রার্থীরা নির্বাচন বর্জন করেছে, এজেন্টদের বের করে দেওয়ার ঘটনায় কর্তৃপক্ষ নির্বাচন স্থগিত করেছে। নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক বলেন, বুধবার সকাল ১০টা থেকে ম্যানেজিং কমিটির নির্বাচন শুরু হয়। সকাল সাড়ে ১১ টার দিকে স্কুলের বাইরে বিশৃংখলার আওয়াজ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠিয়ে দিই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তারা আমাকে বলেন নির্বাচনে এক প্রার্থী ওয়াসিম মুন্সিকে কে বা কারা মারপিট করেছে তার কারণে কিছু বিশৃংখলার সৃষ্টি হয়। তিনি আরো বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছিলো কিন্তু এ ঘটনার কিছুক্ষণ পর কিছু প্রার্থীরা এসে তাদের পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে নিয়ে যায় এবং ভোট বর্জনের কথা আমাকে বলে চলে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু
হেনা মো: মুস্তাফা কামাল ও থানা অফিসার ইনচার্জ বিদ্যালয়ে আসলে আমরা সমঝোতার চেষ্টার জন্য প্রত্যেক সদস্যের কাছে ফোন দেয়ার চেষ্টা করলে প্রত্যেকের নাম্বার বন্ধ পাওয়া যায়। যার কারণে আমরা সমঝোতায় আসতে পারিনি। অবশেষে স্কুলের শিক্ষকরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ এদের সবার মতামত নিয়ে নির্বাচন স্থগিত ঘোষণা করে। প্রধান শিক্ষক লাল মোহাম্মদ বলেন, আমরা সবপক্ষের নিয়ে সমঝোতায় ব্যর্থ হওয়ায় স্কুলের স্বার্থে নির্বাচন স্থগিত করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন