শুক্রবার, মার্চ ১৪, ২০১৪

ওসি শেখ লুৎফর রহমান মাদক নির্মূলে সাড়াশি অভিযানের নির্দেশ

কুমারখালীতে ভ্রাম্যমান আদালতে ১ জনের ৬ মাসের সাজা অপর জনের ৫ হাজার টাকা জরিমানা

শরীফুল ইসলাম, কুমারখালী ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ভ্রাম্যমান আদালতে ১ মাদক সেবীর ৬ মাসের সাজা ও অপর জনের ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। গতকাল ভোর রাতে কুমারখালী থানা এ এস আই রফিক ও এ এস আই বিশ্বজিৎ সঙ্গীয় ফোর্স নিয়ে বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ পুরিয়া গাজা সহ মদ্যবাস্থায় পৌর সভাস্থ তেবাড়িয়া মৃত নুশুর ছেলে রকি (২০) এবং আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমানকে গ্রেফতার করে দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং অভিযুক্তরা দোষ স্বীকার করায় রকিকে ৬ মাসের সাজা এবং রহমানকে ৫ হাজার টাকা জরিমানার আদেশ
দেন। কুমারখালী থানার অফিসার ইনচার্জ ওসি শেখ লুৎফর রহমানের সাথে মাদক দ্রব্য নিয়ত্রণ নিয়ে আলাপ চারিতায় তিনি জানান, মাদক বিক্রি ও সেবীদের সাথে কোন আপস নেই ইতিমধ্যেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আমি সাড়াশি অভিযানের নির্দেশ দিয়েছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন