শনিবার, মার্চ ০১, ২০১৪

চেয়ারম্যান ভোটে কারচুপি করায় রবিবার কুমারখালী খোকসায় অর্ধদিবস হরতাল

 
স্টাফ রিপোটার :  কুমারখালী ও খোকসা উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের কর্তৃক ১৯ দল সমর্থিত কুমারখালী চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম আনসাার প্রমানিক ও খোকসা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আমজাদ আলীর ভোটে ব্যাপক কারচুপি, জাল ভোট প্রদান, পথে পথে ভোটারদের বাঁধা প্রদান, পিটিয়ে আহত, ভোট ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অর্ধদিবস হরতাল আহবান করেছে কুমারখালী ও খোকসা ১৯ দলীয় জোট। গতকাল দুপুরে কুমারখালীতে এ ২ উপজেলার ১৯ দলীয় জোটের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সভায় এ হরতালের ডাক দেওয়া হয়। সভায় উপস্থিত থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক স¤পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুমারখালী-খোকসা আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, ভোট কারচুপি করে জয়ের কোন কৃতিত্ব নেই। নেতা হতে হলে সাধারণ মানুষের হৃদয় জয় করতে হয়। ১৯ দলীয় সমর্থিত সচেতন নাগরিক সমাজের মনোনীত কুমারখালী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আমজাদ আলীকে পরাজিত করতে আওয়ামীলীগ এ দুই উপজেলায় ভোট কাটার উৎসব করেছে আর এর প্রতিবাদে কুমারখালী ও খোকসা
১৯ দলীয় জোট এর পক্ষ থেকে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডাক দিয়ে তিনি এই দুই উপজেলার জনগণ কে হরতাল পালন করার আহবান জানান। এসময় কুমারখালী উপজেলা নাগরিক সমাজের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম আনসার প্রামাণিক, খোকসা উপজেলা নাগরিক সমাজের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আমজাদ আলীসহ আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোহাম্মদ, সাধারণ স¤পাদক এডভোকেট কুতুবুল আলম নতুন, খোকসা থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন। কুমারখালী থানা বিএনপির যুগ্ম স¤পাদক মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি কে আলম টমে, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান আল কাদেরী, ছাত্র বিষয়ক স¤পাদক আব্দুল মুঈদ বাবুল, কুমারখালী বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক স¤পাদক রফিকুল ইসলাম পলাশ, জেলা তাতীদলের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, সদকী ইউপি চেয়ারম্যান লুতফর রহমান, থানা জুবদলের সভাপতি আল-কামাল মোস্তফা,সাধারন স¤পাদক কে এম সিরাজুল ইসলাম রিপন, থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক ডাঃ শরিফুল ইসলাম, যুুবনেতা বাবলু বিশ্বাস, জাসাস নেতা এডভোকেট শাতিল মাহমুদ, থানা ছাত্রদলনেতা জাকারিয়া মিলন আতিকুর রহমান সবুজ,ছাত্রনেতা হাবিবুর রহমান দুলাল,পৌর ছাত্রনেতা কে এম রনি প্রমুখ ছাড়াও ১৯ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন