সোমবার, মার্চ ০৩, ২০১৪

আমলা সরকারী কলেজে শিক্ষক সংকট ॥ পাঠদান ব্যহত

আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেরার আমলা সরকারি ডিগ্রী কলেজে শিক্ষক সংকট চরমে। ফলে উপজেলার ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠে পাঠদান মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। এ কলেজের ১৮ জন শিক্ষকের বিপরিতে রয়েছে মাত্র ৭ জন শিক্ষক। ১৮টি বিষয়ে মাত্র ৭ জন শিক্ষক দিয়ে পাঠদান চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ফলে সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে অভিভাবকরা চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর ইকবাল হোসেন জানান, কলেজের ১৮ জন শিক্ষকের বিপরীতে ৮ জন শিক্ষক রয়েছে। এর মধ্যে দর্শন বিভাগের প্রভাষক মুরশিদা খাতুন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছে। বাঁকি শিক্ষকদের দিয়ে সাড়ে ৮ শ’ শিক্ষার্থীর পাঠদান চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তিনি আরো জানান, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের কোন শিক্ষক না থাকায় গুরুত্বপূর্ণ বিভাগ দু’টির পাঠদান বন্ধ রয়েছে। ১৯৭২ সালের ১ জুলাই কলেজটি প্রতিষ্ঠা লাভ করার পর ১৯৮৭ সালের ৩ নভেম্বর জাতিয়করণ হয়। জাতিয়করণের পর শিক্ষকদের আর কোন নতুন পদ সৃষ্টি হয়নি। নতুন করে মন্ত্রণালয় থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভূগোল, সমাজ বিজ্ঞান,
মার্কেটিং ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ের অনুমোদন পাওয়া গেছে। এলাকার সচেতন অভিভাবকমহল অনুমোদন পাওয়া নতুন বিষয়সহ সকল বিষয়ে শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য বর্তমানে এ কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউন নাহার, ইংরেজি বিভাগের প্রভাষক মাহামুদা পারভীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আকরাম হোসেন, দর্শন বিভাগের প্রভাষক আব্দুল্লাহ-আল-মামুন, অর্থনীতি বিভাগের প্রভাষক ফাতেমা রোকসানা, প্রভাষক মমতা নাহার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক নাসির উদ্দিন কর্মরত রয়েছেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন