সোমবার, মার্চ ০৩, ২০১৪

উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে

কুমারখালী ও খোকসাতে শান্তিপূর্ণ পরিবেশে অর্ধদিবস হরতাল পালিত

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে ভোট কারচুপি ও ফলাফল বাতিল করে পুনরাই নির্বাচনের দাবিতে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের ডাকে অর্ধদিবস হরতাল পলিত হয়েছে। রোববার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলে। হরতাল সমর্থনে ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের ডাকা হরতালে শহরের দোকানপট - ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কুমারখালী ও খোকসা শহরের প্রধান সড়ক দিয়ে দূড়পাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি, তবে বিছিন্নভাবে কিছু সংখ্যক রিক্সা ও অটোরিক্সা চলাচল করেছে। নাশকতা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এর আগে শুক্রবার দুপুরে স্থানীয় বিএনপি কার্যালয়ে কুমারখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. কুতুবুল আলম নতুন বলেন, ২৭ ফেব্র“য়ারী অনুষ্ঠিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম আনছার এর পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয় আওয়ামী লীগের ক্যডার বাহীনি। রায় নিজেদের পক্ষে নিতে বেশ কয়েকটি ভোট কেন্দ্র নগ্ন হামলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খানের সমর্থকেরা। এ সময় তারা ব্যালট পেপারে সিল মেরে বাক্্র ভর্তি করে। তাদের ভোটারদের ভোট কেন্দ্রে আসতেও বাধাদেয় আওয়ামী লীগের নেতা-কর্মিরা। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সমর্থিত প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হতেন বলেও তিনি জানান। তাই এ উপজেলায় পুনরাই নির্বাচনের আহ্বান জানান উপজেলা বিএনপির এ সাধারন সম্পাদক। এদিকে খোকসাতে হরতাল দুপুর ১২ টা পর্যন্ত পালিত হয়েছে। শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। তেমন কোন ভাড়ি যানবাহন চলাচল করতে দেখা
যায়নি। উল্লেখ্য যে, খোকসায় ৪টি ইউনিয়নে সমশপুর, জয়ন্তীহাজরা, আমবাড়িয়া, গোপগ্রামের ১৭টি ভোট কেন্দ্রসহ মোট ২১টি কেন্দ্রে সরকার দলীয় প্রার্থী সদর উদ্দিন খান নিজে এবং তার সন্ত্রাসী বাহিনী ভোট কেন্দ্রে ঢুকে জোড়পূর্বক ব্যালট পেপারে সিল মারে এবং সৈয়দ আমজাদ আলীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। জনগনকে ভোট কেন্দ্রে যেতে বাঁধা দেওয়া হয়। হরতাল সফল করায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুমারখালীর ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম আনছার, কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাড. গোলাম মহম্মদ, সাধারণ সম্পাদক এ্যাড. কুতুবুল আলম নতুন, পৌর বিএনপির সভাপতি কে, এম আলম টমে, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লিটন, খোকসার ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আমজাদ আলী, খোকসা থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামান স্বপন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানসহ বিএনপি এবং অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মিরা উপজেলাবাসীকে ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন