শনিবার, মার্চ ০৮, ২০১৪

মিরপুর হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালকের পরিদর্শন

মিরপুর প্রতিনিধি ॥ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক ডাঃ আবু জাফর মোহাম্মদ মুসা গতকাল শুক্রবার সকালে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাঃ সৈয়দা সুরাইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুন নাহার বেগম, উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক ডাঃ আবু জাফর মোহাম্মদ মুসা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ ও গাইনী বিভাগের ডেলেভারী রুম অপরিষ্কার, কমপ্লেক্সে চত্বরে গো-চারণসহ স্বাস্থ্য সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আধুনিক অপারেশ থিয়েটার, আবাসিক মেডিকেল অফিসার শূন্য পদে জরুরী ভিত্তিতে চিকিৎসক নিয়োগ,
প্রায় ৩ কোটি টাকা মূল্যের এক্সেরে মেশিন পুনঃস্থাপন, লেবার রুম আধুনিকায়নের প্রতিশ্র“তি দেন। অন্যান্য দিনে চিকিৎসকের সাক্ষাত না পেয়ে রোগীরা চিকিৎসা ছাড়াই ফিরে যান। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালকের আগমন উপলক্ষে ভোর থেকে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের আগমনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরগরম ছিলো। এ ছাড়াও মেডিকেল রিপ্রেজেন্টটিটিভদের দৌরাত্ম কম ছিলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন