শনিবার, মার্চ ০৮, ২০১৪

মেহেরপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

মেহেরপুর সংবাদদাতা ॥ মেহেরপুরের গাংনীর খাসমহল থেকে ৩টি পিস্তল,১টি সার্টারগান,৯ রাউন্ড পিস্তলের গুলি,৫টি ম্যাগজিনসহ বিল্লাল হোসেন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক বিল্লাল খাসমহল গ্রামের নুর মহাম্মদের ছেলে। র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। বৃহস্পতিবার সন্ধায় খাস মহল গ্রামের সীমান্ত এলাকায় র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ উদ্দীন সংগীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন।র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফ জানান, দীর্ঘদিন ধরে অস্ত্র চোলাচালানের সাথে জড়িত বিল্লাল হোসেন।বৃহস্পতিবার ভারত থেকে অস্ত্রগুলো
চোরাচালানের মাধ্যমে নিয়ে আসে বিল্লাল। গোপন সংবাদের ভিত্তিতে খাস মহল গ্রামের সীমান্ত এলাকায় অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। কাঁটা তারের বেড়ার কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে গ্রামে প্রবেশের সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করে। ক্যাম্পে এনে তাকে জিজ্ঞাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন