মঙ্গলবার, মার্চ ১১, ২০১৪

ভোটাধিকার ও নাগরিক সচেতনতা বিষয়ক ভ্রাম্যমান গণ নাটক প্রদর্শন

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় ৪ দিন ব্যাপী প্রতিবন্ধী ব্যাক্তিদের দ্বারা পরিচালিত ভোটাধিকার ও নাগরিক সচেতনতা বিষয়ক ভ্রাম্যমান গন নাটক প্রদর্শন করা হয়। গত ৬ মার্চ থেকে ৯ মার্চ কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের আয়োজনে এডিডি ইন্টারন্যাশনাল ও এনজিডিও সহযোগিতায় ও ইউরোপিয়ন ইউনিয়ন ও ক্যাফোর্ড অর্থায়নে কুষ্টিয়া সদর উপজেলা, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার বিভিন্ন জনগুরত্বপূর্ন এলাকায় এ পথ নাটক করা হয়।অংশ গ্রহনে দুর্জয় প্রতিবন্ধী নাট্যদল। নির্দেশনায় ছিলেন দুর্জয় নাট্যদলের সভাপতি ইলিয়াস
হোসেন। গণ নাটকে পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠির সামাজিক ও রাজনৈতিক অধিকার এবং জন জীবনে অংশগ্রনের বিষয়টি প্রতিফলিত হয়েছে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডিডি ইন্টারন্যাশনালের কমিউনিটি মোবিলাইজার আব্দুর রাজ্জাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন