বুধবার, এপ্রিল ০৯, ২০১৪

কুষ্টিয়ায় শিলা বৃষ্টি ॥ জনজীবনে স্বস্তি

আশরাফুল ইসলাম ॥ কুষ্টিয়াতে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিলো সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। রাতে এবং দিনে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে শিশু থেকে বৃদ্ধ সবাই। গরমে ঘরে বাইরে কোথাও এতটুকু স্বস্তি ছিলোনা সাধারণ মানুষের। পথ চলতে একটু স্বস্তির আশায় অনেকেই কিনছেন রাস্তার পাশে বিক্রি করা ঠান্ডা পানী জাতিয় সরবত, লেবুর সরবত বা আখের রস। ফুটপাতে বিক্রেতারা বরফ দেয়া ঠান্ডা সরবতের পসরা সাজিয়ে বসেছেন অনেক খুদ্র ব্যবসায়ি। গ্রামাঞ্চলের মাঠ-ঘাটও ফেটে হয়েছে চৌচির। এই অবস্থায় লোকজনের প্রত্যাশা এক পশলা বৃষ্টির ঠিক এমনি সময় গতকাল বিকালে আকস্মিকভাবে কিছু সময় আকাশে গম্ভির ভাবের পর শিলা বৃষ্টি হয়েছে।
কিছু সময় শিলা বৃষ্টি হতে হতে জোড়ে জোড়ে ব্যাপক বৃষ্টি হয়। প্রায় ঘন্টাব্যাপী এ বৃষ্টি উপভোগ করে কুষ্টিয়ার জনসাধারণ। এ বৃষ্টি যেন জনমনে স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছে। বিভিন্ন কোচিং ছুটির মূহুর্তে এ শিলা বৃষ্টি হওয়ায় শিশু-কিশোর শিক্ষার্থীরা সব ভুলে গিয়ে শিল কুড়াতে শুরু করে। এমনকি বাসা বাড়ির বৌ-এরাও। বৃষ্টি শেষে অবারও সাভাবিক হয়ে ওঠে কর্ম ব্যাস্ত মানুষেরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন