সোমবার, ডিসেম্বর ২৯, ২০১৪

কুষ্টিয়ায় হরতালের সমর্থনে ২০দলীয় জোটের মিছিল সমাবেশ

যে কোন মূল্যেই আজকের হরতাল সফল করতে হবে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : অধ্যক্ষ সোহরাব উদ্দিন

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় হরতালের সমর্থনে ২০ দলীয় জোটের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪ টায় মিছিলটি শহরের শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার রেল গেটে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি জেলা
২০ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সৈয়দ মেহেদী আহমেদ রুমী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চলেছে। এ সরকার মানুষ হত্যা করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। এ সরকার মানুষ হত্যা করে ক্ষমতার মসনদে কোনদিন টিকে থাকতে পারবে না। চাষি থেকে শুরু করে ব্যবসায়ি মহল পর্যন্ত কেউ শান্তিতে নেই এই দেশে। ২০ দলীয় জোটের হরতাল সফল করতে সবার সাহায্য সহযোগিতা কামনা করেন। এমনকি প্রসাশনের কর্মকর্তাদের হরতাল সমর্থন করতে বলেন। সমাবেশে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, হাসিনা সরকার মানি না, মানব না। তিনি বলেন, তারেক জিয়া বিএনপির কান্ডারী। এ সরকারের আইন শৃঙ্খলাবাহিনীও যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগ ক্যাডারদের নিয়ে বড় বড় কথা বলে। তিনি আরো বলেন, বর্তমানে বিএনপির আন্দোলন সংগ্রাম গণতন্ত্র রক্ষার সংগ্রাম। দেশনেত্রী বেগম খালেদা আন্দোলনে শরীক হবেন। দেশের মানুষের শান্তির জন্য আন্দোলন সংগ্রাম ছাড়া বিকল্প কিছু নেই। মিছিলে উলেক্ষযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির, শহিদুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহম্মেদ, এম এ শামীম আরজু, এস এম ওমর ফারুক ,উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড.শামীমউল হাসান অপু, শামসুজজাহিদ, তথ্য ও গবেষনা সম্পাদক সওকত হাসান বুলবুল, স্বর্নিভর সম্পাদক হাবিবুর রাহমান মুক্তার, ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মানু, সমাজ কণ্যান সম্পাদক গাজী গোলজার হোসেন গোলো, যোগাযোগ সম্পাদক হাজী রবিউল আওয়াল, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, শিশু বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হাসান পুলোক, বিশেষ সম্পাদক এ.কে বিশ্বাস বাবু, জেলা যুবদলের আহবায়ক মিরাজুল ইসলাম রিন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন চৌধুরী মিলন, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, মিজবাউর রহমান পিন্টু, আল আমিন কানাই, শামসুদোহা লাল্টু, মফিজুল ইসলাম উজ্জল আতাউর রহমান মিঠু, জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম রহিম, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সদর থানা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা জাসাসের সভাপতি ইমরান আহমেদ সঞ্জু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান টুটুল, শহর জাসাসের সভাপতি লিটন, জেলা ছাত্রদলের আহবায়ক ও সদর উপজেলা ভাইচ চেয়ারম্যন কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান সুমন, যুগ্ম আহবায়ক আবু সাঈদ জাকারিয়া উৎপল, সরকারী কলেজ ছাত্র দলের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, শহর ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান মিথুন, সদর থানা ছাত্রদলের আব্দুল আওয়াল বাদশা, জেলা কৃষক দলের আহবায়ক এসএম গোলাম কবির, শহর কৃষক দলের আহবায়ক বাবলা আমিন চৌধুরী, কৃষক দলের নেতা মোকারোম হোসেন মোকা প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন