সোমবার, ডিসেম্বর ২৯, ২০১৪

কুমারখালীতে হরতালে ২০দলীয় জোটের সমর্থনে মিছিলে

পুলিশী বাধা ও বেধড়ক লাঠিচার্জ 

জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

শরীফুল ইসলাম কুমারখালী : দেশব্যাপী সোমবার হরতালের সমর্থনে কুমারখালীতে মিছিলে পুলিশী বাধা ও লাঠিচার্জ করে। রোববার বিকাল ৪ টায় কুষ্টিয়ার কুমারখালী বাস ষ্ট্যান্ড পশ্চিমাদূরে হামিদ মার্কেটস্থ থানা বিএনপির দলীয় কার্যালয় হতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদ, দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের আটক ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবীতে হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ
হিসাবে গতকাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক ধরে কুমারখালী বাসষ্ট্যান্ড পৌছালে পৌর শহরের প্রবেশ মুখে পুলিশ ব্যারিকেট দেয়, এক পর্যায়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে মিছিল নিয়ে শহরে প্রবেশের চেষ্টা করে। মিছিলটি রেলগেট পৌছালে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। থানা বিএনপি, পৌর বিএনপি, থানা যুবদল, পৌর যুবদল, থানা ছাত্রদল, পৌর ছাত্রদল, থানা স্বেচ্ছাসেবকদল, পৌর স্বেচ্ছাসেবকদল, থানা মৎস্যজীবিদল, পৌর মৎস্যজীবিদল, থানা কৃষকদল, পৌর কৃষকদল, কলেজ শাখার ছাত্রদল, থানা জাসাস, পৌর জাসাস ছাড়াও ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী মিছিলে অংশ গ্রহণ করেন। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুমারখালীতে বিএনপির শান্তিপুর্ন মিছিলে ন্যাকারজনক ভাবে পুলিশি হামালার তিব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞ্যাপন করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন