সোমবার, ডিসেম্বর ১৫, ২০১৪

বালিয়াকান্দিতে ডিবি পরিচয়ে ৩০৮ বোতল ফেনসিডিল নেওয়ার চেষ্টার অভিযোগে ২জন গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : ডিবি পরিচয়ে ফেনসিডিলের চালান নেওয়ার চেষ্টা ও মোবাইল ফোন গায়েব করে। গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর বালিয়াকান্দি শহরের উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে শনিবার বিকালে গরু বহনকারী নসিমন গাড়ীর ভিতর থেকে ৩০৮ বোতল ফেনসিডিলসহ ড্রাইভারকে গ্রেফতার করে থানা পুলিশ। এ অভিযোগে শনিবার রাতে পুলিশ ভুয়া ডিবি পুলিশ বালিয়াকান্দি ইউনিয়নের মৌকুড়ি গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে ইমরান বিশ্বাস (৩০) ও বালিয়াকান্দি টিএনটি পাড়া গ্রামের আল মাসুদ রঙ্গুর ছেলে মেহেদী হাসান অপু (২৬) কে গ্রেফতার করেছে। বালিয়াকান্দি থানার ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াৎ জানান, বালিয়াকান্দি প্রানিসম্পদ অফিসের সামনে গরু বহনকারী ইঞ্জিন চালিত নসিমনের মধ্যে বাক্স করে ফেনসিডিল পাচার করার সময় বালিয়াকান্দি ইউনিয়নের মৌকুড়ি গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে ইমরান বিশ্বাস (৩০) ও বালিয়াকান্দি টিএনটি পাড়া গ্রামের আল মাসুদ রঙ্গুর ছেলে মেহেদী হাসান অপু (২৬) ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ফেনসিডিল হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় নসিমন চালকের কাছে থাকা মোবাইল ফোন সেটি হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই জাহিদুল ইসলাম, কং-৩৮০ মিজানুর রহমান, কং-৩৬৪ ফারুক হোসেন অভিযান চালিয়ে নসিমনসহ চালক কালুখালী উপজেলার বড় বাংলাট গ্রামের খোয়াজ শেখের ছেলে শিহাব শেখ (২৫) কে গ্রেফতার করে। নসিমন তল্লাশী চালিয়ে ৩০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। খবর পেয়ে রাজবাড়ী পুলিশ সুপার তাপতুন নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ থানায় আসেন। মোবাইল ফোনের
বিষয়টি ও রাজবাড়ী ডিবির এস,আই জামাল উদ্দিন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করার প্রেক্ষিতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী বালিয়াকান্দি ইউনিয়নের মৌকুড়ি গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে ইমরান বিশ্বাস (৩০) ও বালিয়াকান্দি টিএনটি পাড়া গ্রামের আল মাসুদ রঙ্গুর ছেলে মেহেদী হাসান অপু (২৬) কে গ্রেফতার করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন