মঙ্গলবার, জানুয়ারী ২৯, ২০১৩

তারাগুনিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরন অনুষ্ঠান

দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুর উপজেলার তারাগুনিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবীন বরণ, প্রবীণ বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল সোমবার স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক কুষ্টিয়ার কণ্ঠ’র সম্পাদক ও তারাগুনিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ খন্দকার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান সবুর। অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেয়া হয় এবং ২০১৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনাসহ তাদের বিদায় জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের

কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাসার সামনে বোমা হামলার প্রতিবাদে কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২ টায় মিছিলটি সরকারী কলেজ থেকে শুরু করে কলেজ মোড় কাটাই খানা মোড় প্রদক্ষিন করে সরকারী কলেজে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মীর সাইফুল ইসলাম। তিনি বলেন, অপরাধীদের রক্ষার জন্য খালেদা জিয়া মৌলবাদীদের সাথে নিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত। কিন্তু ছাত্রলীগ তাদের এই ষরযন্ত্রের দাত ভাংগা জবাব দিবে। সমাবেশে আরো ব্ক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের অন্যতম নেতা আব্দুস

কুষ্টিয়ায় আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

ষ্টাফ রিপোটার : আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাসার সামনে বোমা হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় আওয়ামীলীগের উদ্যেগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের বক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষথেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকে। বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুলফিকার আলী আরজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, খোকসা উপজেলা চেয়ানম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের

ভেড়ামারার দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মনির উদ্দিন মনির : গতকাল সোমবার বিকেলে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউপি’র দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) নির্বাচনী আসনের জনপ্রিয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জননেতা হাসানুল হক ইনু’র সহদর ড. ইঞ্জিনিয়ার এনামুল হক ও আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বসবাসরত প্রবাসীদের আর্থিক সহায়তায় ৬টি বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ ও বৃত্তিপ্রদান উপলক্ষ্যে ঐ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার শমিত আশফাকুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালকের অভিভাবক সমাবেশে ভেড়ামারা উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ আহমেদ প্রধান অতিথি হিসেবে এবংক্যালিফোর্নিয়ায় বসবাসরত ড. ইঞ্জিনিয়ার এনামুল হক, ব্র্যাক শিক্ষা কর্মসূচী (পেইস)’র সিনিয়র ম্যানেজার

কুষ্টিয়া প্রতিতী বিদ্যালয় ২ উইকেটে জয়ী

হাওয়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও অর্থায়নে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ইয়াং টাইগার্স অনুর্ধ-১৪ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১২-১৩ শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চলছে এ প্রতিযোগিতা। গতকাল কুষ্টিয়া প্রতিতী বিদ্যালয় ২ উইকেটে কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। টচে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রতিতী বিদ্যালয়। ৫০ ওভারের খেলায় ৪২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে তারা ১০৮ রান করে। জবাবে কলকাকলী

জাতীয়তাবাদী মহিলা দলের শোকবার্তা

হাওয়া ডেস্ক : ঢাকা মহানগর মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহবায়ক মাহমুদা আক্তার ইন্তেকাল করায় তাঁর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এবং ঢাকা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুলতানা আহম্মেদ । গতকাল এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে মাহমুদা আক্তার সংগ্রামী ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী মহিলা দলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয় বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন। নেতৃবৃন্দ মরহুমা মাহমুদা আক্তার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

রবিবার, জানুয়ারী ২৭, ২০১৩

দৌলতপুর বিএনপির সমাবেশে রেজা আহমেদ বাচ্চু

অবিলম্বে আটক জেলা বিএনপির নেতাদের মুক্তি দিন নয়তো কঠোর কর্মসূচী

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীনসহ অন্যান্য নেতাদের মুক্তির দাবীতে দৌলতপুর উপজেলা বিএনপি সমাবেশ করেছে। গতকাল শনিবার বেলা ১১ টায় তারাগুনিয়া থানার মোড়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু বলেন, সরকার দেশ চালাতে স¤পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের লোকজনের দুর্ণীতি আর লুটপাটের কারনে দেশ দেওলিয়া হয়ে গেছে। সরকারের পায়ের নিচে মাটি নেই। শাসকদল বুঝতে পেরেছে সুষ্ঠ নির্বাচন হলে তাদের ভরাডুবি নিশ্চিত। সে কারনে সরকার তত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে নিজেদের অনুগত