মঙ্গলবার, জানুয়ারী ২৯, ২০১৩

কুষ্টিয়া প্রতিতী বিদ্যালয় ২ উইকেটে জয়ী

হাওয়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও অর্থায়নে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ইয়াং টাইগার্স অনুর্ধ-১৪ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১২-১৩ শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চলছে এ প্রতিযোগিতা। গতকাল কুষ্টিয়া প্রতিতী বিদ্যালয় ২ উইকেটে কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। টচে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রতিতী বিদ্যালয়। ৫০ ওভারের খেলায় ৪২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে তারা ১০৮ রান করে। জবাবে কলকাকলী
মাধ্যমিক বিদ্যালয় ৩০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৭ রান করে। ফলে প্রতিতী বিদ্যালয় ২ উইকেটে জয় লাভ করে। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ রান করে আরিফুল ২১ এবং ওয়াকিল ১১ এবং নয়ন ২টি ও সাব্বির ৪টি উইকেট সংগ্রহ করে। খেলাটি পরিচালনা করেন হাবিবুর রহমান বাপ্পি ও মোস্তাফিজুর রহমান সবুজ। স্কোরার ছিলেন রাকিব। আজ দিনমনি মাধ্যমিক বিদ্যালয় ও জিকে মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন