মঙ্গলবার, জানুয়ারী ২৯, ২০১৩

কুমারখালীতে পুলিশের অভিযানে ৩ টি এলজি বন্দুক ২ টি বোমাসহ ৩ জন গ্রেফতার

অস্ত্র তৈরীর কারখানা আবিষ্কার

আব্দুম মুনিব : কুষ্টিয়ার কুমারখালীতে দেশী তৈরী অস্ত্রের কারখানা আবিষ্কার করেছে পুলিশ। এসময় কারখানা থেকে ৩ টি দেশী তৈরী এলজি বন্দুক ও ২ টি ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই কারখানার ৩ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯ টার দিকে কুমারখালী উপজেলার জনবহুল চৌরঙ্গী বাজারের লেদ ওয়ার্কশপের মধ্যে অস্ত্র তৈরীর এই কারখানা আবিষ্কার করে পুলিশ। জনবহুল এলাকায় অস্ত্রের কারখানা আবিস্কারের বিষয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার মানুষের মধ্যে।  কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান,পুলিশের কাছে এই ধরণের একটি খবর ছিলো। সে মোতাবেক এএসপি সদর সার্কেল ফকরুজ্জামান জুয়েল সোমবার বিকেলে সাদা পোষাকে ওই লেদ মেশিনের ওয়ার্কশপে যান। তিনি অস্ত্র তৈরীর বিষয়টি নিশ্চিত হলে চৌরঙ্গী
পুলিশ ক্যাম্পের পুলিশ নিয়ে অভিযান চালান। সেখানে অস্ত্র তৈরী করা অবস্থায় শ্রমিক সুরুজ, হযরত আলী ও শফিকুলকে গ্রেফতার করে। এসময় বিক্রির জন্য প্রস্তত করা তিনটি এলজি বন্দুক উদ্ধার করে পুলিশ। অস্ত্র তৈরীর ওই কারখানা থেকে পুলিশ দুইটি ককটেল বোমাও উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই লেদে অস্ত্র তৈরীর কথা স্বীকার করেছে। তবে অভিযানের সময় লেদের মালিক আক্কাস আলী পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, ওই লেদের বয়স প্রায় বিশ বছর। চৌরঙ্গী কুমারখালীর অন্যতম সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে চিহ্নিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন