মঙ্গলবার, জানুয়ারী ২৯, ২০১৩

ঝিনাইদহের গণসমাবেশে মসিউর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেন, বিএনপির সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিলেও হাসিনা পতন আন্দোলন থামানো যাবে না। কারণ জনগণ আন্দোলনের জন্য উন্মুখ হয়ে আছে। তিনি বলেন, আসুন আরেকবার লড়াই করি, হয় বাঁচবো নয় মরবো। বন্দি খাঁচার ভেতর থেকে গণতন্ত্রকে মুক্ত করি। মসিউর রহমান সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডিপুর হাইস্কুল মাঠে বিশাল সমাবেশ বক্তৃতাদান কালে এ কথা বলেন।  তিনি আরো বলেন, সরকারের সমালোচনা করলেই বিরোধী দলের নেতাকর্মীরা হামলা, মামলা, হত্যা-গুমের শিকার হচ্ছে। হামলা মামলা দিয়ে সমগ্র বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে মহাজোট সরকার। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার
দেশে পরিকল্পিতভাবে সংকট তৈরি করছে। গান্না ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে কেএম ওয়াজেদ, মুন্সি কামাল আজাদ পান্ন, আব্দুল আলীম, জিয়াউল ইসলাম ফিরোজ, আরিফুল ইসলাম, জয়নাল হোসেন, আলী আজম, বিলকিস আরা বেগম, আশাদুল ইসলাম, আশরাফুল ইসলাম পিন্টু ও আরিফুল ইসলাম আনন বক্তব্য রাখেন। মসিউর রহমান বলেন, বর্তমান সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাতিল করে মানুষের পছন্দসই প্রার্থীকে ভোট দেয়ার অধিকার হরণ করেছে। তিনি বলেন, কারো খেয়ালখুশি মতো দেশ চলতে পারে না। দেশ চলবে জনগণের মতামতের ভিত্তিতে। দেশের সর্বোচ্চ আইন ও সংবিধান অনুযায়ী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন