মঙ্গলবার, জানুয়ারী ২৯, ২০১৩

ট্রাইবুনাল বাতিলের দাবিতে ইবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের মামলার দায়ে আটককৃত জামায়াত নেতৃবৃ›দের মুক্তির দাবীতে ও ট্রাইবুনাল বাতিলের দাবীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। মিছিলত্তোর সমাবেশে বক্তারা অতি দ্রুত জামায়াত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান।  গতকাল সোমবার বেলা দেড়টায় ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ’র নেতেৃত্বে অনুষদ ভবনের নিচ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন ও অবৈধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে মিছিলে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী স্ব:স্ফুর্তভাবে মিছিলে অংশ গ্রহন করে। এসময় অবৈধ্য মিথ্যা ট্রাইব্যুনাল বাতিলের স্লোগানে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে ক্যাম্পাসের প্রধান ফটকে সমাবেশ মিলিত হয়। সমাবেশে ইবি শিবির সভাপতি তারেক
মনোয়ার বলেন, “বর্তমান ফ্যাসীবাদী আওয়ামী সরকার এদেশে একনায়কতন্ত্র বাকশালী সরকার কায়েম করার জন্য জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের নামে যুদ্ধাপরাধ নামক মিথ্যা মামলার ট্রাইবুনাল তৈরী করে ফাসিতে ঝুলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সময়ের ব্যবধানে তাদের কেই এই ট্রাইবুনালে ঝুলানো হবে। তিনি অতি দ্রুত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করে বলেন যদি তাদের দ্রুত মুক্তি দেয়া না হয় এবং ্ওই অবৈধ মিথ্যা ট্র্রাইবুনাল বাতিল করা না হয় তাহলে শিবির ্ওই ট্রাইবুনালকে বাতিল করার জন্য সাড়া দেশের জনতাকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। জেল, যুলুম, হত্যা, ফাসি,হামলা, মামলা দিয়ে শিবিরের আন্দোলন বন্ধ করা যাবেনা। শিবিরের একজন নেতাকর্মী বেঁচে থাকতে সরকারের এ অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে দেবে না’.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন