রবিবার, জানুয়ারী ২৭, ২০১৩

দৌলতপুর বিএনপির সমাবেশে রেজা আহমেদ বাচ্চু

অবিলম্বে আটক জেলা বিএনপির নেতাদের মুক্তি দিন নয়তো কঠোর কর্মসূচী

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীনসহ অন্যান্য নেতাদের মুক্তির দাবীতে দৌলতপুর উপজেলা বিএনপি সমাবেশ করেছে। গতকাল শনিবার বেলা ১১ টায় তারাগুনিয়া থানার মোড়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু বলেন, সরকার দেশ চালাতে স¤পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের লোকজনের দুর্ণীতি আর লুটপাটের কারনে দেশ দেওলিয়া হয়ে গেছে। সরকারের পায়ের নিচে মাটি নেই। শাসকদল বুঝতে পেরেছে সুষ্ঠ নির্বাচন হলে তাদের ভরাডুবি নিশ্চিত। সে কারনে সরকার তত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে নিজেদের অনুগত
লোকদের নিয়ে একটি পাতানো নির্বাচনের পায়তারা করছে। বিরোধী দলের নেতারা সুষ্ঠ নির্বাচনের জন্য তত্বাবধায়কের দাবীসহ সরকারের অপকর্মের প্রতিবাদ করলেই সরকার বাকশালী কায়দায় বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। তিনি বলেন, মামলা দিয়ে হয়তো কিছু বিএনপি ও সমমনা দলের নেতাদের আটকিয়ে রাখা যাবে কিন্তু এই ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে দেশের মানুষের গণজোয়ার ঠেকিয়ে রাখা যাবে না। তাই অবিলম্বে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীনসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির অন্যান্য নেতাদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। নয়তো জেলাজুড়ে কঠোর কর্মসূচী দিয়ে তাদের মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গল, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করীম, ফরাত আলী মাষ্টার, সংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম-সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল¬াল হোসেন, প্রভাষক মাহবুব লস্কর, আকবর আলী, রুস্তুম আলী, হারুনর রশীদ মাষ্টার, প্রচার সম্পাদক আলহাজ্ব জহুরুল করিম বিশ্বাস, দপ্তর সম্পাদক শের আলী সবুজ, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আতাউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্তাজ, সহ-সভাপতি রুহুল আমিন, উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি এবিএম হাসানুজ্জামান বাবলু, সাধারন সম্পাদক আবিদ হাসান মন্টি, সহ-সভাপতি লাবলুল হক মাষ্টার, উপজেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক শামিম, সাধারন সম্পাদক সেলিম রেজা, উপজেলা জিয়া পরিষদের আহবায়ক প্রভাষক আহাদ আলী নয়ন, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ফরজ উল¬াহ, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খোয়াজ আলী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন