রবিবার, জানুয়ারী ২৭, ২০১৩

কুমারখালীতে শীতকালীন কবিতা উৎসব উদ্যাপিত

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীতে দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শীতকালীন কবিতা উৎসব-২০১৩ উদ্যাপিত হয়। শুক্রবার ২৫ জানুয়ারি কবিতা উৎসব ঘিরে শোভাযাত্রা, গ্রন্থ সমালোচনা এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। কবিতা উৎসবে কবি কণ্ঠ কবি মোঃ নুরুল হুদা, পৌর মেয়র সামছুজ্জামান অরুন, কবি সৈয়দ আব্দুস সাদিক, কবি ফাহিম ফিরোজ এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। কবি ও শিল্পপতি শেখ রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কবিতা উৎসবে শীতকালীন কবিতা উৎসব-২০১৩ আহবায়ক এবং প্রাবন্ধিক, সাহিত্যিক, প্রভাষক সোহেল আমিন বাবু স্বাগত বক্তব্য দেন। এছাড়াও শেখ রবিউল হকের কাব্যগ্রন্থ
“কোটি বছর পরে” ভবতোষ হালদারের কাব্যগ্রন্থ হেলাটুকু উহ্য রেখ” সিদ্দিক প্রামাণিকের কাব্যগ্রন্থ “হাঙরের সমুদ্রে মননশীল মাছ” গ্রন্থ সমালোচনা করেন যথাক্রমে কবি মোঃ নুরুল হুদা, কবি রুহুল আজম, কবি সৈয়দ আব্দুস সাদিক, কবি ও নাট্যকার লিটন আব্বাস। কবি সিদ্দিক প্রামাণিকের সঞ্চালনায় শিল্প সাহিত্য সংস্কৃতির সংগঠন সৃষ্টি সাধন ও ঐতিহ্য ভরপুর লোকজ শব্দের আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের আমন্ত্রিত কবি সাহিত্যিক অতিথি বৃন্দ সরোচিত কবিতা পাঠ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন