রবিবার, জানুয়ারী ২৭, ২০১৩

কুষ্টিয়ায় যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

আব্দুম মুনিব : কুষ্টিয়ায় যথাযথ মর্যাদার মধ্যদিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হজরত মহাম্মাদ (সাঃ) জন্ম ও মৃত্যু বার্ষীকি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কুষ্টিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহন করা হয়। এর মধ্যে ছিল র‌্যালী, আলোচনাসভা, মিলাদ মাহফিল, দুরুদ মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা। কুষ্টিয়া বড় জামে মসজিদে ২৪ জানুয়ারী দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগীতা ও বিকালে পুরস্কার বিতরন করা হয়। ২৫ জানুয়ারী বাদ মাগরীব আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন টার্মিনাল জামে মসজিদের ইমাম মাওলানা আবু তোহা। ৬ রাস্তার মোড় থানাপাড়া জামে মসজিদে ২৫ জানুয়ারী সকাল থেকে ক্বেরাত,
হামদ,নাত,ইসলামী গজল, রচনা ও আজান প্রতিযোগীতার আয়োজন করা হয়। এছাড়া গতকাল শনিবার বাদ আছর আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা করেন কুষ্টিয়া ইসলামীয়া কলেজের সাবেক অধ্যক্ষ মাওলানা আ ফ ম নাজমুস সালেহীন, কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও.আব্দুল হালিম শরীফ। ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিন কলেজ মোড় কোর্টপাড়া মসজিদে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় এখানে প্রধান আলোচক ছিলেন সরকারী কলেজের শিক্ষক রুহুল আমিন বেলাল। দোকান মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে এদিন বিকালে শহরের ইব্রাহীম সূপার মার্কেটে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পূর্ব মজমপুর জামে মসজিদে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বড় বাজার জামে মসজিদে গতকাল শনিবার আলোচনা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কোর্টপাড়া আদর্শ লাইব্রেরীর পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। এনএস রোডে থানার সামনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) তাতপর্জ বিষয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। শহরের বারো শরীফ দরবারে র‌্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যাক্তিগত ভাবে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন