রবিবার, জানুয়ারী ২৭, ২০১৩

ভেড়ামারায় মোকারিমপুর ও বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় অধ্যাপক শহীদুল ইসলাম

মনির উদ্দিন মনির : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবী মেনে নিয়ে জাতীয় নির্বাচন দিন। সরকারের সময় শেষ হয়ে এসেছে। দেশের জনগণ এই সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। জনগণ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চাইনা। সাংবাদিক নির্যাতন সহ হত্যা, গুম, মিথ্যা মামলা দিয়ে কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনা। বিএনপি সহ ১৮ দলীয় জোটের হাজার হাজার নেতা-
কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক করে নির্যাতন চালানো হচ্ছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এ সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চাই। যে সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে পারে না, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না, সে সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। তিনি গতকাল শনিবার সন্ধ্যায় ভেড়ামারা দলীয় কার্যালয়ে মোকারিমপুর ও বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বশির উদ্দীন বাচ্চু, পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার-উল আজিম বাবু, ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম লাভলু, যুগ্ম আহবায়ক শামিম রেজা, ফয়জুল হক চন্দন, বিএনপি নেতা মুুকুল মালিথা, নাসিরুল ইসলাম, শফিকুল ইসলাম বিশু, সেলিম রেজা, জাহিদুর রহমান রঞ্জু, পৌর যুবদলের আহবায়ক মজিবর রহমান বাবু মন্ডল, যুবদল নেতা মোশারফ হোসেন, হাসান ইমাম লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম রোকন, যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, ছাত্রদল নেতা, বিপ্লব প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন