রাশেদুন নবী রাশেদ, ইবি : দীর্ঘ দিন ক্যাম্পাসে প্রো-ভিসিপদ শূন্য থাকায় ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীলতায় পড়ে। অস্থিতিশীল পরিবেশ কাটিয়ে ক্যাম্পাসের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি জিল্লুর রহমান গত ২০ শে ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রো-ভিসি হিসেবে ইংরেজী বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. শাহীনুর রহমানকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেন। গতকাল দুপুর ১২টায়
বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৮, ২০১৩
কুষ্টিয়ায় ৪৬ হাজার মেট্রিক টন গম উৎপাদনের সম্ভাবনা
কুদরতে খোদা সবুজ : কুষ্টিয়ায় এ বছর ৪৬ হাজার মেট্রিক ৫০৮ মেট্রিক টন গম উৎপাদনের সম্ভবনা রয়েছে। তামাকের পরিবর্তে গম চাষ বৃদ্ধি পাওয়ায় এ সম্ভাবনা দেখা দিয়েছে। জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে, এ বছর জেলায় গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৩ হাজার ৫৪৮ হেক্টর। হেক্টর প্রতি ২.৮ মেট্রিক টন হিসেবে মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় ৩৭ হাজার ৯৩৪ মেট্রিক টন। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলায় গম চাষ হয়েছে ১৬ হাজার ৬১০ হেক্টর। হেক্টর প্রতি সম্ভাব্য লক্ষ্যমাত্রা অনুযায়ী এবছর ৪৬ হাজার ৫০৮ মেট্রিক টন গম উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ বলছেন, এবছর বোরো ধান চাষ হ্রাস পাবার আশঙ্কা রয়েছে। ধানের মূল্য কম
কুমারখালীতে অগ্নিকান্ডে গৃহবধু অগ্নিদগ্ধ
শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী হাসিমপুর পল্লিতে অগ্নিকান্ডে ১ টি গৃহপালিত গরু ও ১ টি ছাগল ভষ্মিভূত হয়। অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূ শেফালী (৪৫) কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে উপজেলার হাসিমপুর গ্রামে জালাল উদ্দিনের কন্যা রান্না করতে গেলে
কুষ্টিয়ায় টেকনিক্যাল একাদশ ৮৩ রানে জয়ী
কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১২-১৩ চলছে। গতকাল কুষ্টিয়া টেকনিক্যাল একাদশ ৮৩ রানে কুষ্টিয়া ফ্রেন্ডস্ ক্লাবকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টেকনিক্যাল একাদশ। ৪৫ ওভারের তারা ২৮৫ রান সংগ্রহ করে। জবাবে ফ্রেন্ডস্ ক্লাব ২০২ রান
দৌলতদিয়া যৌনপল্লী থেকে কিশোরী উদ্ধার : আটক ১
ডেস্ক রিপোর্ট : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক কিশোরী (১৫) উদ্ধার করেছে র্যাবের একটি দল। উদ্ধারকৃত কিশোরী রংপুর জেলার কতুয়ালি থানার শহিদুর রহমানের মেয়ে। এসময় মিতা নামে যৌনপল্লীর এক প্রবাভশালী বাড়িওয়ালীকে আটক করা হয়েছে। ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারক প্রেমিক অজ্ঞাত যুবক যৌনপল্লীতে এনে ৩০ হাজার টাকায়
জাবি’র বৃহস্পতিবারের পরীক্ষা শুক্রবার
হাওয়া ডেস্ক : বৃহস্পতিবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের দ্বিতীয় বর্ষের পূর্বনির্ধারিত অনার্স পরীক্ষা হরতালের কারণে স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা ১মার্চ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
বুধবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৩
হাসপাতালে ইউএনওর শয্যাপশে মেহেদী রুমী
ষ্টাফ রিপোটার : দৃর্বৃত্তদের বোমা হামলায় আহত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম দেখতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। গতকাল দুপুর ১২ টায় তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে ইউএনও শারিরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সাথে বেশ কিছু সময় কাটান। এসময় তিনি বলেন, স্বাধীন দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ন একজন ব্যক্তির ওপর বোমা হামলার ঘটনা মেনে নেয়া যায় না। তিনি বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তার সাথে ছিলো জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মাহমুদুর রহমান আল কাদেরী, ক্রিরা সম্পাদক আল আমিন কানাই, কুমারখালী থানা বিএনপির যুগ্ন সম্পাদক সালেহীন মিঞা সেলিম, জেলা ছাত্রদলের সদস্য নাঈম, জেলা কৃষকদলের সদস্য মোকা প্রমুখ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)