বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৩
নজরুল একাডেমীর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত
দৌলতপুরে পদ্মায় ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মায় ডুবে রুবেল (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সে ফিলিপনগর ইউনয়নের আবেদের ঘাট এলাকার মৃত সাইফুল্লার ছেলে।এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে রুবেল তার বড় ভাইয়ের সাথে বাড়ি সংলগ্ন পদ্মা নদীতে ডিঙ্গি নৌকায় করে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর বেলা ১১ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রুবেল ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মায় ডুবে রুবেল (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সে ফিলিপনগর ইউনয়নের আবেদের ঘাট এলাকার মৃত সাইফুল্লার ছেলে।এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে রুবেল তার বড় ভাইয়ের সাথে বাড়ি সংলগ্ন পদ্মা নদীতে ডিঙ্গি নৌকায় করে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর বেলা ১১ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রুবেল ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
দৌলতপুরে দুই জামায়াত কর্মী গ্রেফতার
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় গোপালপুর জামে মসজিদে গোপন বৈঠক করার সময় উপজেলা জামায়াতের আমীর নুর কুতুবুল আলমের ভাগ্নে আশরাফুল ইসলাম(৩২) ও সামছুল ইসলাম (৩৮) নামে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় গোপালপুর জামে মসজিদে গোপন বৈঠক করার সময় উপজেলা জামায়াতের আমীর নুর কুতুবুল আলমের ভাগ্নে আশরাফুল ইসলাম(৩২) ও সামছুল ইসলাম (৩৮) নামে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান
কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ ২০১৩ নামে প্রস্তুতকৃত আইনের খসড়া সম্পর্কে সারা দেশের শীর্ষ আলেম-উলামা ও শিক্ষাবোর্ডসমূহের মূল্যায়ন রিপোর্ট স্মারক লিপি আকারে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রদানের লক্ষ্যে গতকাল ১৭ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। নেতৃত্বদেন কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি ও কওমী মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পক্ষে মুফতি মাওঃ মোঃ আব্দুল হামিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুল খালেক, মাওঃ আব্দুল হাকিম, মাওঃ ইলিয়াছ শাহ ও সাংবাদিক ইব্রাহিম খলিল। উক্ত স্মারক লিপিতে বলা হয় যে, সরকার যে আইন করতে যাচ্ছে, তার মাধ্যমে কওমী মাদ্রাসাগুলিকে সরকারের নিয়ন্ত্রনাধীন এবং সরকারের তল্পীবাহক হিসাবে গড়ে তুলতে চায়। যা এদেশের আলেম সমাজ কখনোই মেনে নেবে না। তাই প্রস্তাবিত আইন প্রনয়ন থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হলো। প্রেস বিজ্ঞপ্তি।
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন কুষ্টিয়া বার্তার সম্পাদক খাদেমূল ইসলাম
ষ্টাফ রিপোর্টার : গতকাল বাদ মাগরিব তাবলিক জামাতের মাসিক পরামর্শ সভায় যোগদানের উদ্দেশ্যে রওনা হলে কুষ্টিয়ার লাহিনী বটতলা মোটের ট্রাকের সাথে অটো রিক্সার ধাক্কা লেগে রিক্সা ভেঙ্গে গুরো হয়ে যায়। এঘটনায় দৈনিক কুষ্টিয়া বার্তার সম্পাদক খাদেমূল ইসলামসহ আরও ৫ জনের জীবন অল্পের জন্য রক্ষা পায়।
কমরেড শেখ রওশন আলী স্মরণে জাগরণী সভা
সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুষ্টিয়া জেলা শাখার উদ্দ্যেগে পাবলিক লাইব্রেরীর মাঠে বিকাল ৪টায় উপ মহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড শেখ রওশন আলির ২৯তম মৃত্যু বার্ষিকীতে জাগরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমরেড জসিম উদ্দিন মন্ডল উপদেষ্টা সদস্য সিপিবি কেন্দ্রীয় কমিট। বিশেষ অতিথি ছিলেন কমরেড মোর্শেদ আলী সদস্য কন্ট্রোল কমিউশন সিপিবি কেন্দ্রীয় কমিটি। কমরেড শেখ রওশন আলির জীবনের উপর বক্তব্য রাখেন পৌর মেয়র আনোয়ার আলী, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
শিক্ষা দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন’র বিক্ষোভ সমাবেশ
মহাণ শিক্ষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন’র উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় কুষ্টিয়া সরকারী কলেজ ক্যাম্পাসে একমূখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দাবীতে, সেশনজটমুক্ত শিক্ষাঙ্গন এবং পশ্চাৎপদ প্রতিক্রিয়াশীল শিক্ষানীতি বতিলের লক্ষ্যে ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহক্ষান জানান হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কুষ্টিয়া জেলা আহক্ষায়ক সৌরভ রায় ও সদস্য মঈনুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)