বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৩

নজরুল একাডেমীর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

  হাওয়া ডেস্ক : কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর (দ্বিতীয় তলায়) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নজরুল একাডেমী কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আবদুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাপ্তাহিক ইস্পাত পত্রিকার সম্পাদক ও নজরুল একাডেমীর নির্বাহী সদস্য আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী ও নজরুল একাডেমীর সহ-সভাপতি লেখিকা আলম আরা জুঁই।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমী কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক ও ছড়াকার মোঃ আশরাফ উদ্দিন নজু। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ার আলী বলেণ,নজরুলকে পশ্চিমী সঙ্গায় হয়তো আধুনিক বলতে দ্বিধা করবেন অনেকেই। কিন্তু মনে রাখতে হবে তিরিশের সেই আধুনিকতা ছিলো ইউরোপীয় সঙ্গায় সঙ্গায়িত। তিনি আরো বলেন, উত্তর-ঔপোনিবেশিক সময়ে নজরুলকে আজ নতুনভাবে মূল্যায়নের সময় এসছে। নজরুল ছিলেন খাঁটি বাঙালি কবি, তিনি বাংলাদেশের জলবায়ু, মাটি ও মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছেছিলেন তার পরিপূর্ন মানবদৃষ্টির প্রাখর্যে।অন্যান্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন, নজরুল একাডেমীর নির্বাহী সদস্য বিশিষ্ট গবেষক ম. মনিরুজ্জামান, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও নজরুল একাডেমীর নির্বাহী সদস্য মোঃ আমিরুল ইসলাম, নজরুল একাডেমীর সাংগঠনিক সম্পাদক কবি দরবেশ হাফিজ।প্রবন্ধ পাঠ করেন নজরুল একাডেমীর শিক্ষাবিষয়ক সম্পাদক ও বিশিষ্ট কবি মোঃ মওলা বকস্। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন শিল্পী কোহিনুর খানম ও এসএম টিপু সুলতান। নজরুলের কবিতা আবৃতি করেন এ্যাড. শংকর মজুমদার, মীর জাহিদ, পিন্টু আশফাক, মিনু বিশ্বাস, মোঃ আমিরুল ইসলাম, আশরাফ উদ্দিন নজু, জাহিদুলইসলাম, সৈয়দা হাবীবা শুকদেব সাহা, ও চন্দ্র শেখর আদিত্য ।অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন নজরুল একাডেমীর নির্বাহী সদস্য,কণ্ঠরাজ কবি শুকদেব সাহা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন