বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৩

এসিড সন্ত্রাসের মামলার বাদী পালিয়ে বেড়াচ্ছে


KvKjxi my›`i GB †Pnviv †K‡o wb‡q‡Q eLv‡U nvwdR|

মনিরুল ইসলাম মনি, খোকসা (কুষ্টিয়া): কুষ্টিয়ার খোকসায় এসিড সন্ত্রাস মামলার বাদী পালিয়ে বেড়াচ্ছেন। ৫ দিন পেড়িয়ে গেলেও দুর্বৃত্তরা ধরা-ছোঁয়ার বাইরে।খোকসার নববধূ কাকলী ও তার স্বামীর ওপর এসিড হামলার ৫ দিন পরও দুর্বৃত্তরা আটক না হওয়ায় ক্ষুব্ধ জনপ্রতিনিধি, স্কুল শিক্ষকসহ গ্রামের মানুষ। বনানীর এসিড সারভাইভারস্ ফাউন্ডেশনে চিকিৎসাধীন কাকলীর অস্ত্রোপচার আরও দু'দিন পিছিয়েছে। কাকলীর ওপর এসিড হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের মঙ্গলবার পর্যন্ত আটক করা হয়নি। বিয়ে করতে ব্যর্থ হয়ে এ হামলা করা হয়েছে বলে জানান এলাকাবাসী। মামলার বাদী কাকলীর বাবা আসামীদের ভয়ে এলাকা ছেড়েছেন। প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকায় মামলার বাদীর নিরাপত্তা নিয়ে সংশয় দেখা গেছে।এদিকে কাকলীর চিকিৎসক তানভির জানান, ক্ষতের স্থান নিরূপণের জন্য আরও দু'দিন অপেক্ষা করতে হচ্ছে। বুধ অথবা বৃহস্পতিবার কাকলীর ঘাড় ও চোয়ালে প্লাস্টিক সার্জারি হতে পারে বলে জানান তিনি।
কানের লতি ও গভীরের অপারেশন আরও পরে হবে। কাকলী এখনও আশঙ্কামুক্ত নয়।এসিডদগ্ধ কাকলী শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত। এ স্কুলের প্রধান শিক্ষক আইন উদ্দিন বলেন, দুর্বৃত্তরা এভাবে পার পেয়ে গেলে আরও অনেক মেয়েকে কাকলীর পরিণতি ভোগ করতে হবে। তিনি জানান, বড়ইচারা, নিশ্চিন্তবাড়িয়া ও আশপাশের কয়েকটি গ্রাম থেকে প্রতিদিন অন্তত ২৫০ ছাত্রী স্কুল-কলেজে যাতায়াত করে। প্রতিদিনই এসব ছাত্রী বখাটেদের হয়রানির শিকার হয়।ইউএনও আবু হেনা মো: মুস্তাফা কামাল মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন