বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৩

কুষ্টিয়ার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ ২০১৩ নামে প্রস্তুতকৃত আইনের খসড়া সম্পর্কে সারা দেশের শীর্ষ আলেম-উলামা ও শিক্ষাবোর্ডসমূহের মূল্যায়ন রিপোর্ট স্মারক লিপি আকারে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রদানের লক্ষ্যে গতকাল ১৭ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। নেতৃত্বদেন কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি ও কওমী মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পক্ষে মুফতি মাওঃ মোঃ আব্দুল হামিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুল খালেক, মাওঃ আব্দুল হাকিম, মাওঃ ইলিয়াছ শাহ ও সাংবাদিক ইব্রাহিম খলিল। উক্ত স্মারক লিপিতে বলা হয় যে, সরকার যে আইন করতে যাচ্ছে, তার মাধ্যমে কওমী মাদ্রাসাগুলিকে সরকারের নিয়ন্ত্রনাধীন এবং সরকারের তল্পীবাহক হিসাবে গড়ে তুলতে চায়। যা এদেশের আলেম সমাজ কখনোই মেনে নেবে না। তাই প্রস্তাবিত আইন প্রনয়ন থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হলো। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন