বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৩

হরতালের সমর্থনে কুষ্টিয়া শহর শিবিরের মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় বাতিলসহ জামায়াত ও শিবিরের শীর্ষ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে হরতালের সমর্থনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শিবিরের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । কুষ্টিয়া শহরের রক্সি মোড় থেকে মিছিলটি শুরু
হয়ে বড় বাজার পুরাতন রেল স্টেশন এর কাছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় । কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সেক্রেটারী মুস্তাফিজুর রহমান পলাশের ব্যবস্থাপনায় মিছিলে কুষ্টিয়া শহর শিবিরের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশ গ্রহন করে । মিছিল উত্তর সমাবেশে কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি সোহেল রানা বলেন অবৈধ ট্রাইবুনাল এর মাধ্যমে জামায়াত নেতাদেরকে এক এক করে ফাঁসির রায় দেওয়া হচ্ছে। দেশের সর্বচ্চ আদালত সুপ্রীম কোর্ট এর আপিল বিভাগ কাদের মোল্লার বিরুদ্ধে যে রায় দিয়েছে তাতে সমগ্র জাতি আজ হতবাগ হয়েছে । সরকারের এই রায় বাংলার জনগণ ঘ্রনাভরে প্রত্যাখান করেছে । তীব্র আন্দোলন এর মাধ্যমে শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনসহ সকল নেতাদের অবিলম্বে মুক্তি না দেশে যদি কোন অচলাবস্থা তৈরী হয় তার জন্য সরকারকে দায়ি থাকতে হবে । মিছিলে অন্যান্যের মধ্যে কুষ্টিয়া শহর শিবিরের অফিস সম্পাদক শফিউল আলম বকুল, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, শিক্ষা সম্পাদক বেন-ইয়ামিন মুক্ত, সরকারী কলেজ সভাপতি মুজাহিদুল ইসলাম সুজন, পলিটেকনিক সভাপতি আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন