ইবি প্রতিনিধি : টানা সাত দিন অচল থাকার পর চাকরি প্রার্থী ছাত্রলীগ কর্মী ও বহিরাগতদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমজোতায় সচল হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। রোববার মধ্যরাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান তার কার্যালয়ে ছাত্রলীগ নেতা ও চাকরি প্রার্থীদের সাথে বৈঠকের পর পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার ক্যাম্পাস সচল হলেও ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীর তুলনামূলক কম উপস্থিতি দেখা গেছে। সূত্র মতে, চাকরির দাবিতে গত ১ এপ্রিল থেকে রোববার পর্যন্ত চাকরি প্রত্যাশি ছাত্রলীগ কর্মী ও বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ অবরোধ করে। এতে অচল হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। চাকরি প্রার্থীরা ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ও প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের কার্যলয় অবরুদ্ধ করে রাখলেও প্রশাসনকে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। এনিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভের মাত্রা চরম পর্যায়ে পৌঁছালে সমজোতার ভিত্তিতে ক্যাম্পাস সচলের উদ্যোগ নেয় প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চাকরি প্রার্থী ছাত্রলীগ নেতা বলেন-‘রোববার রাত ১২টায় প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের সাথে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে তিনি দ্রুত চাকরি প্রদানের ব্যাপারে আশ্বাস দেয়ায় আমরা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছি।’ তবে এনিয়ে কোন টালবাহানা হলে তারা আরো কঠোর কর্মসূচী ঘোষণা করবে বলেও হুশিয়ারী দিয়েছেন। জানা যায়, চাকরির দাবিতে বিশ্ববিদ্যালয়কে
মঙ্গলবার, এপ্রিল ০৮, ২০১৪
ইবি রোটার্যাক্ট ক্লাবের নির্বাচন সম্পন্ন
যুবাইর সভাপতি, মামুন সম্পাদক
রাশেদুন নবী রাশেদ, ইবি : রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির ২০১৪-১৫ রোটারি বর্ষের নির্বাচন গত রবিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে রোটা: মোস্তফা যুবাইর আলম ৪৬ পয়েন্ট পেয়ে সভাপতি এবং রোটা: মামুন-উর-রশিদ ৩০ পয়েন্ট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে ২৭ পয়েন্ট পেয়ে নির্বাচিত হয়েছেন রোটা: হোসাইন মোঃ নুরুদ্দীন। পূর্ণাঙ্গ কমিটি আগামী ২ দিনের মধ্যে গঠন করা হবে। বিকাল সাড়ে ৪টায় টিএসসিসি-তে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের বর্তমান সভাপতি রোটা: শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাব মডারেটর, আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহজাহান মন্ডল। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ক্লাব মডারেটর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী প্রফেসর ড. আব্দুল গফুর গাজী এবং ক্লাবের ইমেডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) রোটা: এনামুল হক। ইবি ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে
দৌলতপুরে বিএনপি নেতা আলতাফ হোসেনের বহিস্কারাদেশ প্রত্যাহার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেনের বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল রবিবার তিনি বিএনপির দপ্তর থেকে প্রেরিত এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছেন। বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী সাক্ষরিত বিএনপি/ প্রত্যাহার/৭৭/১৪/২০১৪ স্বারকে আলতাফ হোসেনের বহিস্কারাদেশ প্রত্যাহারের কথা উল্লেথ করা হয়। গত উপজেলা নির্বাচনে বিএনপির বহিস্কৃত নেতা নুরুজ্জামান হাবলু মোল্লার পক্ষে কাজ করায় দলীয় নিয়মনীতি ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের কারনে তাকে দল থেকে বহিস্কার করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
কুমারখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী
শরীফুল ইসলাম, কুমারখালী ॥ কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক র্যালী অনুষ্টিত হয়। সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুস সালামের নেতৃত্বে র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে ¯¦াস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে সমাবেত হয় এবং সেখানে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকুল উদ্দীনের পরিচালনায় দিবসের প্রতিপাদ্য মশা-মাছি দুরে রাখি রোগ-বালাই মুক্ত থাকি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচলা করেন অন্যান্য মেডিকেল অফিসার এবং
কুষ্টিয়া জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক’র লোকমান হোসেন ফাউন্ডেশন পরিদর্শন ও মত বিনিময় সভা
মনির উদ্দিন মনির ॥ কুষ্টিয়া জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল গনি তালবাড়ীয়াস্থ লোকমান হোসেন ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। গতকাল সোমবার দুপুরে তিনি এই সংগঠনটি পরিদর্শনে আসেন এবং এর সমাজসেবা মুলক কর্মকান্ড দেখে সন্তোস প্রকাশ করে সফলতা কামনা করেন। এসময় তাঁর সফর সঙ্গী ছিলেন মিরপুর উপজেলা সমাজ সেবা কর্মকতা মুরাদ হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা সমাজ সেবা কর্মকতা আশাদুল ইসলাম, কুষ্টিয়া শহর সমাজ সেবা কর্মকতা আবুল হাসেম, সানোয়ার হোসেন, আতিয়ার রহমান, আব্দুর রহমান প্রমুখ। পরিদর্শন শেষে ফাউন্ডেশন কার্য্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লোকমান হোসেন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সাদেকুল ইসলাম, লোকমান হোসেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও শহীদ
মুক্তির উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে ৭ই এপ্রিল ২০১৪ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, প্রশাসনিক সমন্বয়কারী, সাহানা আক্তার, আলোচনা সভায় অংশগ্রহণ করেন, সংস্থার কর্মসূচী সমন্বয়কারী জায়েদুল হক মতিন, প্রশিক্ষণ সমন্বয়কারী কাজী শফিউল্লাহ। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য মানুষের বড় সম্পদ। বাংলাদেশের সংবিধানেও স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। তাই আমাদের প্রত্যেকের উচিত মাঠ পর্যায়ে জনগনের মাঝে স্বাস্থ্য সচেতনতা
দৌলতপুরে ২টি বিদেশী পিস্তলসহ ঈগল বাহিনীর ৩ ক্যাডার গ্রেপ্তার
দৌলতপুর সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর গোলাবাড়ি ঘাট এলাকা থেকে ঈগল বাহিনীর ৩ ক্যাডারকে বিদেশী পিস্তল সহ গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ঐ ক্যাডার বাহিনীর অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে। র্যাব ও থানা পুলিশ জানায়, সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদীর গোলাবাড়ি ঘাট এলাকায় ঈগল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মিঠু‘র নেতৃত্বে ১৫/২০ সন্ত্রাসী গোপন বৈঠক করছে খবর পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এএসপি জহুরুল এর নেতৃত্বে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। অভিযান কালে ঘটনা স্থল থেকে র্যাব ফারাকপুর ভাঙ্গাপাড়া গ্রামের ভাদু মন্ডলের ছেলে এবং ঈগল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মিঠু (৩৫) তার সহযোগী একই গ্রামের আহমদ মন্ডলের
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)