মঙ্গলবার, এপ্রিল ০৮, ২০১৪

ইবি রোটার‌্যাক্ট ক্লাবের নির্বাচন সম্পন্ন

যুবাইর সভাপতি, মামুন সম্পাদক

রাশেদুন নবী রাশেদ, ইবি : রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির ২০১৪-১৫ রোটারি বর্ষের নির্বাচন গত রবিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে রোটা: মোস্তফা যুবাইর আলম ৪৬ পয়েন্ট পেয়ে সভাপতি এবং রোটা: মামুন-উর-রশিদ ৩০ পয়েন্ট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে ২৭ পয়েন্ট পেয়ে নির্বাচিত হয়েছেন রোটা: হোসাইন মোঃ নুরুদ্দীন। পূর্ণাঙ্গ কমিটি আগামী ২ দিনের মধ্যে গঠন করা হবে। বিকাল সাড়ে ৪টায় টিএসসিসি-তে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের বর্তমান সভাপতি রোটা: শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাব মডারেটর, আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহজাহান মন্ডল। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ক্লাব মডারেটর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী প্রফেসর ড. আব্দুল গফুর গাজী এবং ক্লাবের ইমেডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) রোটা: এনামুল হক।  ইবি ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে
অভিনন্দন জানিয়েছেন। এছাড়া রোটারি ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩২৮১, বাংলাদেশ- এর বর্তমান ডিআরআর আশেকুর রহমান মিশু, ২০১৪-১৫ রোটারি বর্ষের ইলেক্ট ডিআরআর আব্দুল্লাহ আল মামুন, ২০১৫-১৬ রোটারি বর্ষের ইলেক্ট ডিআরআর তাকভীর শাহ, রোটারি ক্লাব অব কুষ্টিয়া ওয়েস্ট সভাপতি রোটারিয়ান বিমল কুমার, রোটার‌্যাক্ট ক্লাব ইসলামিক ইউনিভার্সিটি চার্টার প্রেসিডেন্ট রোটা: আবু হেনা মোস্তফা কামাল নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন