মঙ্গলবার, এপ্রিল ০৮, ২০১৪

উপজেলা নির্বাচন পূর্ববর্তী মিথ্যা মামলায়




খোকসা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়রসহ ১৯ দলীয় জোটের ১২ নেতাকে জেল হাজতে প্রেরণ 

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ার খোকসা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান ও দু’জন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন বিএনপি নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার সন্ধ্যাায় এ আদেশ প্রদান করা হয়। উপজেলা নির্বাচন পূর্ববর্তী ২ গ্রুপের সংঘর্ষ পরবর্তী মামলায় জামিন শুনানির জন্য নেতাকর্মী নিয়ে আদালতে হাজির হলে কুষ্টিয়ার নিম্ন আদালতের বিজ্ঞ বিচারক সাজ্জাদুর রহমানের দেয়া রায়ের পর সন্ধ্যা সাড়ে ৭টায় ৪ জন প্রতিনিধিসহ ১২ জন ১৯ দলীয় জোটের নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়। এসময় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা সরকার ও এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। ১২ জন আসামীদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক খোকসা কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, খোকসা পৌরসভার মেয়র আনোয়ার আহমেদ তাতারী, থানা জামায়াতের আমির ও নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জমান কাজল, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান মমিন, কামরুজ্জামান শরীফ, যুবদল নেতা নাফিস আহমেদ রাজু, খোকসা থানা ছাত্রদলের
সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, হাজী লিয়াকত হুসাইন খান, অদ্যাপক আব্দুল্লাহ। উল্লেখ্য, উপজেলা নির্বাচন পূর্ববর্তী ১১ ফেব্র“য়ারী সন্ধ্যায় খোকসার শোমসপুর বাজারে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামীলীগ অতর্কিত হামলা চালায় এ সময় ২ পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর ঘটনার ১ সপ্তাহ পর ১৭ ফেব্রুয়ারী খোকসা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান ও দু’জন ইউপি চেয়ারম্যানসহ ১৯ দলীয় জোটের ৯০ জন নেতাকর্মীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। এরপর ২৪ ফেব্র“য়ারী উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেয় ৯০ জন নেতাকর্মী। গতকাল সোমবার কুষ্টিয়ার নিম্ন আদালতে জামিন শুনানির জন্য হাজির হলে আদালত নেতাকর্মীদের জেল হাজতে প্রেরণ করে। এদিকে নেতাকর্মীদের আটকের বিষয়ে আদালতে উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক জেলা ১৮ দলীয় জোটের আহবাক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী জানান, সম্পুর্ন একটি মিথ্যা মামলায় নেতাকর্মীদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন