মঙ্গলবার, এপ্রিল ০৮, ২০১৪

মেহেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

আক্তারুজ্জামান, মেহেরপুর :    “মশা মাছি দুরে রাখি, রোগ বালাই মুক্ত রাখি” প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে মেহেরপুরে পৃথক ভাবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টার সময় মেহেরপুর জেনারেল হাসপাতালের আয়োজনে একটি র‌্যালী সিভিল সার্জন অফিস থেকে শুরু হয়ে হাসপাতাল গেট ঘুরে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান। বক্তব্য রাখেন, মেহেরপুর পরিবার পরিকল্পণা কর্মকর্তা আবুল বাসার, জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার , ডাক্তার অলোক কুমার দাশ, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়োজনে একটি র‌্যালি গাংনী হাসপাতাল চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাংনী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার এএইচএম আনোয়ারুল ইসলাম, ডাক্তার এজে রেজা, এমটিইপিআই আব্দুর রশিদ,টিএলসি জাহিদুল ইসলাম প্রমুখ। মুজিবনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের এর উদ্যোগে একটি র‌্যালি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার হাসান আলীর নেতৃত্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।সকাল ৯ টার দিকে একটি র‌্যালি হাসপাতাল চত্তর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন