রাজবাড়ী প্রতিনিধি : ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন ও আলোচনা সভা শুক্রবার কাকরাইল মুক্তিযোদ্ধা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাবলিক সার্ভিস কমিশনের সচিব মোঃ শাহাজাহান আলী মোল্যার সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম। অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা ও কলামিস্ট ফকির আব্দুর রাজ্জাক, প্রকৌশলী তোফাজ্জেল হোসেন, নির্বাচন প্রস্তুতি কমিটির আহবায়ক ডিএন চ্যাটার্জী, সাধারন সম্পাদক প্রকৌশলী আসাদুজ্জামান প্রিন্স, উপদেষ্টা অবঃ মেজর আবু সাঈদ রেজা প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে কোন প্রার্থী না থাকার কারনে
সোমবার, ডিসেম্বর ২২, ২০১৪
কুমারখালী ইউএনও’র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কুষ্টিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড জাতীয় যুব জোটের কমিটি গঠিত
কুষ্টিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড জাতীয় যুব জোটের কমিটি গঠিত হয়েছে। গতকাল বিকাল তিনটার সময় কালিশংকরপুর মন্দির প্রাঙ্গনে কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন যুবজোট নেতা তাপস বিশ্বাস। সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবজোটের সাধারন সম্পাদক মাহাবুব হাসান,
গাংনীতে অগ্রনী ব্যাংকের শাখা উদ্বোধন
মো: এনামূল হক, গাংনী : মেহেরপুরের গাংনীতে অগ্রনী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে ব্যাংকের ৯১১তম শাখা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করেন পরিচালনা পর্যদ সদস্য এবিএম কামারুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সহকারী ব্যবস্থাপক সাইফুর রহমান। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খুলনার মহা ব্যবস্থাপক আমিনুল ইসলাম। এসময় ব্যাংকে কর্মকর্তা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
কুমারখালীতে কৃষক প্রশিক্ষণ
শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জৈব সারের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্টিত হয়। গতকাল বিআরডিবি হল রুমে দিন ব্যাপী অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে কুষ্টিয়া জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ ফজলুল হক এবং উপজেলা কৃষি অফিসার মোঃ রুহুল কবির উপজেলার প্রায় ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেন।
রাজবাড়ীর খবর : বালিয়াকান্দির জঙ্গলে পুর্ব শত্র“তার জের ধরে সংঘর্ষে ২সহোদর আহত
র
াজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পাঁচপোটরা গ্রামে শনিবার পুর্ব শত্র“তার জের ধরে সংঘর্ষে ২জন আহত হয়েছে। আহতরা হলেন, পাঁচপোটরা গ্রামের নন্দলাল বিশ্বাসের ছেলে নিখিল বিশ্বাস (৩২) ও নিতাই বিশ্বাস (২৭) আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখিল বিশ্বাস জানান, তার বড় ভাই নিত্য বিশ্বাস (৪৮) দীর্ঘদিন যাবৎ অন্য সমাজভুক্ত হয়ে বসবাস করছিল। মাঝে মধ্যে এ নিয়ে বাড়ীতে গৃহবধুদের মধ্যে বিরোধ বাধে। শনিবার সকালে নিত্য বিশ্বাসের স্ত্রী গালিগালাজ করে। এনিয়ে একপর্যায়ে কথাকাটাকাটি হলে পার্শ্ববর্তী নিত্য বিশ্বাসের সমাজভুক্ত লোক গৌর মাষ্টারের ছেলে গৌতম বিশ্বাস এসে লাঠি দিয়ে দু,সহোদরকে পিটিয়ে আহত করে। লোকজন তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
াজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পাঁচপোটরা গ্রামে শনিবার পুর্ব শত্র“তার জের ধরে সংঘর্ষে ২জন আহত হয়েছে। আহতরা হলেন, পাঁচপোটরা গ্রামের নন্দলাল বিশ্বাসের ছেলে নিখিল বিশ্বাস (৩২) ও নিতাই বিশ্বাস (২৭) আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখিল বিশ্বাস জানান, তার বড় ভাই নিত্য বিশ্বাস (৪৮) দীর্ঘদিন যাবৎ অন্য সমাজভুক্ত হয়ে বসবাস করছিল। মাঝে মধ্যে এ নিয়ে বাড়ীতে গৃহবধুদের মধ্যে বিরোধ বাধে। শনিবার সকালে নিত্য বিশ্বাসের স্ত্রী গালিগালাজ করে। এনিয়ে একপর্যায়ে কথাকাটাকাটি হলে পার্শ্ববর্তী নিত্য বিশ্বাসের সমাজভুক্ত লোক গৌর মাষ্টারের ছেলে গৌতম বিশ্বাস এসে লাঠি দিয়ে দু,সহোদরকে পিটিয়ে আহত করে। লোকজন তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
মকবুল শেখ ১৯দিন ধরে নিখোঁজ
রাজবাড়ী প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগাচামী গ্রামের মকবুল শেখ (৬৫) বাড়ী থেকে বের হয়ে ১৯দিন ধরে নিখোঁজ রয়েছে। মকবুল শেখের ছেলে তুহিন শেখ জানান, গত ২ ডিসেম্বর বাড়ী থেকে মেগচামী মৃধার বাজারে যাওয়ার কথা বলে মকবুল শেখ (৬৫) বাড়ী থেকে বের হয়ে আর ফিরে যায়নি। সম্ভাব্য সকল আত্বীয় স্বজন বাড়ীতে খোজাখুজি করেও তার সন্ধান পায়নি। তার গায়ের রং কালো, উচ্চতা ৫ফুট ৬ ইঞ্চি, মুখে পাকা দাড়ি আছে। বাড়ী থেকে বের হওয়ার সময় পরনে ব্লু রংয়ের চেক লুঙ্গি এবং গায়ে কালো কোর্ট ও লাল কম্বল ছিল। এব্যাপারে তুহিন শেখ বাদী হয়ে মধুখালী থানায় একটি সাধারন ডায়রী (১০২৫), তারিখঃ ২০-১২-১৪ইং করা হয়েছে।
বালিয়াকান্দির নলিয়া জামালপুর খাদ্য গুদাম ঝুকির মধ্যে চলছে অফিস
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়াগ্রাম খাদ্য গুদামে জরাজীর্ন ভবনে চরম ঝুকির মধ্যে চলছে অফিসিয়াল কার্যক্রম। এ ভবনটি দ্রুত সংস্কার না হলে যে কোন মুহুর্তে বড় ধরনের দুঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। ভবনের পলেস্তরা খসে পড়ছে। সরেজমিন উপজেলার একমাত্র সরকারী খাদ্য গুদাম জামালপুর ইউনিয়নের নলিয়াগ্রাম খাদ্য গুদামে গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন স্থানে ফাটল
রবিবার, ডিসেম্বর ২১, ২০১৪
ফলোআপ : পোড়াদহে আওয়ামীলীগের দুই গ্র“পের সংর্ঘষে একজন নিহত
২৫ বাড়ীতে ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট এলাকা ছেড়ে পালিয়েছে একাধিক পরিবার
ষ্টাফ রিপোটার : মিরপুর উপজেলার পোড়াদহে আওয়ামীলীগের দুই গ্রুপের সংর্ঘষে নুর ইসলাম (৫০) নামের এক স্থানীয় আওয়ামীলীগ নেতা নিহত ও আট জন আহত হওয়ার ঘটনায় সেখানে বাড়ীতে বাড়ীতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সেসময় পুলিশ গুলি ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হয়। ফলে এলাকার অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এলাকাবাসী জানায়, শনিবার সকাল পৌনে আটটার দিকে নিহত নূর ইসলামের সমর্থকরা প্রতিপক্ষ পারভেজ’র বাড়িসহ আরো কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও লুটপাট করে। এসময় ব্যাপক উত্তেজনা দেখা দিলে পুলিশ চার রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও বেশ কয়েকটি বাড়ি ভস্মীভুত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদেরকে ছত্র ভঙ্গ করে। এদিকে নিহত নুর ইসলামের লাশ দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হ?—ান্তর করা হলে বিকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় কোন মামলা হয়নি।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পোড়াদহ বাজারের পাশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পারভেজ গ্র“পের সমর্থকদের মধ্যে সংর্ঘষ বাধে। সংর্ঘষে ধারালো অস্ত্রের আঘাতে নুর ইসলাম নিহত হয়। আহত হয় আরো আটজন। এ ঘটনার পরে নিহত নূর ইসলামের পক্ষের লোকজন বিক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে ও শনিবার সকালে প্রতিপক্ষ পারভেজসহ তার সমর্থকদের
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পোড়াদহ বাজারের পাশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পারভেজ গ্র“পের সমর্থকদের মধ্যে সংর্ঘষ বাধে। সংর্ঘষে ধারালো অস্ত্রের আঘাতে নুর ইসলাম নিহত হয়। আহত হয় আরো আটজন। এ ঘটনার পরে নিহত নূর ইসলামের পক্ষের লোকজন বিক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে ও শনিবার সকালে প্রতিপক্ষ পারভেজসহ তার সমর্থকদের
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)